বিরাটের জন্য সাজানো মঞ্চে নায়ক শুভমন গিল, প্লেঅফের স্বপ্ন শেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর
আপডেট করা - May 22, 2023 12:32 am

বিরাট কোহলির সেঞ্চুরী ইনিংসের পাল্টা সেঞ্চুরী শুভমন গিলের। চিন্নাস্বামী স্টেডিয়াম এদিন স্বাক্ষী রইল দুই তারকা ক্রিকেটারের বিধ্বংসী ইনিংসে। প্রথম ইনিংসে গোটা গ্যালারী যখন মাতোয়ারা হয়েছিল বিরাট কোহলিকে নিয়ে। তখনও বোধহয় কেউ টের পায়নি ম্যাচের আসল ক্লাইম্যাক্স অপেক্ষা্ করছে দ্বিতীয় ইনিংসে। বিরাট কোহলির নায়র হওয়ার মঞ্চে ম্যাচের নায়ক হয়ে উঠলেন শুভমন গিল। ৫২ বলে ১০৪ রানের ইনি্ংসে ভর করে পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল গুজরাত টাইটান্স। ৬ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাল গুজরাত টাইটান্স।
টস জিতে এদিন প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আইপিএলের প্লেঅফের যাওার লড়াইয়ে এদিন সুরু থেকেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। শেষপর্যন্ত ক্রিজে থেকে একাই লড়াইটা চালিয়ে গেলেন তিনি। আর তাতেই বড় রানে পৌঁছে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন চিন্নাস্বামী স্টেডিয়াম ছিল বিরাট কোহলিময়। সেখানেই ফের একবার জ্বলে উঠলেন তিনি। ডুপ্লেসি, ম্যাক্সেওয়েলরা তাড়াতাড়ি সাজঘরে ফিরে গেলেও বিরাট কোহলিকে আউট করতে পারেননি গুজরাত টাইটা্ন্সের কোনও বোলার।
আরসিবির বিরুদ্ধে ৫২ বলে ১০৪ রানের ইনিংস শুভমন গিলের
এদিন আরসিবির ব্যাটিংয়ের শুরু থেকে শেষপর্যন্ত ছিল তাঁর রানের ঝড়। গত ম্যাচের পর এই ম্য়াচেও বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরী। আর সেই সৌজন্যেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৯৭ রানে পৌঁছে্ যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে এদিন ১৩টি চার ও একটি ওভঊার বাউন্ডারি। ৬১ বলে ১০১ রানে শেষপর্যন্ত অপরাজিত তাকেন বিরাট কোহলি। আর তাতেই ১৯৭ রানে পৌঁছে গিয়েছিল এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির সেই ইনিংস নিয়েই এদিন উচ্ছ্বাসে মেতেছিল চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকদের।
What talent this country produces .. shubman gill .. wow .. two stunning knocks in two halves .. IPL.. .. what standards in the tournament @bcci
— Sourav Ganguly (@SGanguly99) May 21, 2023
Prince?
He's already a 👑 pic.twitter.com/l7m6USWVGP
— Lucknow Super Giants (@LucknowIPL) May 21, 2023
Blessed to see two masterpieces in one day. Gill has taken his game to another level and is now playing the leadership role as a batter.
— Harsha Bhogle (@bhogleharsha) May 21, 2023
Virat Kohli was simply spectacular to get his 7th IPL hundred but unfortunately didn’t get much support from others today .
Shubhman Gill was spectacular and got much needed support from Vijay Shankar. Great win for Gujarat and
Congratulations to Mumbai for making it to the… pic.twitter.com/MuQbU3N0rg— Virender Sehwag (@virendersehwag) May 21, 2023
Spectacular show by @ShubmanGill. Congratulations @mipaltan on qualifying to playoffs. #RCB's silverware dreams shattered again. #IPL2023 #RCBvGT
— Yusuf Pathan (@iamyusufpathan) May 21, 2023
The Master and the Apprentice, what you can do I will follow. #Kohli & #Gill #RCBvGT
— Tom Moody (@TomMoodyCricket) May 21, 2023
Tough pill to swallow. Well tried RCB. Shubman Gill and the Titans simply too good today
— AB de Villiers (@ABdeVilliers17) May 21, 2023
Comment below & send us a 💙 if this points table makes you happy!#OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 pic.twitter.com/udxR0vTJYS
— Mumbai Indians (@mipaltan) May 21, 2023
The guy who will score 10,000 IPL runs. Back to back 💯 for elegant @ShubmanGill 👏
— Irfan Pathan (@IrfanPathan) May 21, 2023
Jahaan 𝘾𝙝𝙖𝙖𝙧 𝙮𝙖𝙖𝙧 𝙢𝙞𝙡 𝙟𝙖𝙖𝙮𝙚𝙞𝙣, wohi raat ho gulzar! 💙💙💙💛
📸: @hardikpandya7 / Instagram#TATAIPL Playoffs 2023 | #PhariAavaDe | @msdhoni @ishankishan51 @krunalpandya24 pic.twitter.com/LqGnxLpeEA
— Gujarat Titans (@gujarat_titans) May 21, 2023
অন্যদিকে গুজরাত টাইটান্সও এক সহজে ছেড়ে দেওয়ার দল ছিল না। বিরাট কোহলির সেঞ্চুরী ইনিংসের পাল্টা লড়াইটা শুরু করেছিলেন শুপভমন গিল। ওপেনিংয়ে নেমে ঋদ্ধিমান সাহা ফিরে গেলেও, একা হাতে এদিন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা তুলে নিয়েছিলেন শুভমন গিল। সময়.ের সঙ্গে সঙ্গে এদিন শুভমন গিলও হয়ে উঠেছিেন ভয়ঙ্কর। আর তাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেঅফের আশাটাও কমে আসছিল। কিন্তু শুভমন বাধাটাই টপকাতে ব্যর্থ হয়েছি্ল তারা। বিরাট কোহলির পাল্টা সেঞ্চুরী করে গুজরাত টাইটান্স অধিনায়কের মুখে জয়ের হাসিটা ফুটি্য়েছিলেন তিনিই।
শুভমন গিলের ব্যাটেও ছিল এদিন একের পর এক বড় শটের ঝলক। তাঁর চওড়া কাঁদে ভর করেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবারের আইপিএলের প্লে্ফে পৌঁছনোর আশাটা শেষ করে দিয়েছিল গুজরাত টাইটান্স। ৫২ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে বিরাট কোহলিদের এবারের মতো স্বপ্ন শেষ করে দিলেন একাই শুভমন গিল। আর তাতেই প্লেঅপে জায়গা পাকা করে ফেলল মুম্বই ইন্ডি্য়ান্স।