আইপিএল ২০২৩, ম্যাচ ৬৮: কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

ফর্মে থাকা স্টইনিস কেকেআরের জন্য চাপের কারণ হতে পারেন

Marcus Stoinis
Marcus Stoinis. (Image Source: IPL/BCCI)

প্রিভিউ

কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার (২১শে মে) আইপিএল ২০২৩-এর ৬৮তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের শেষ লিগ ম্যাচে মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর। কেকেআর ১৩টি ম্যাচের মধ্যে ছয়টি জিতেছে এবং পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে। এলএসজি ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে কেকেআর ১৮.৩ ওভারে ১৪৫ রানের লক্ষ্য তাড়া করেছিল। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন দুটি করে উইকেট নিয়ে চেন্নাইকে ১৪৪/৬ স্কোরে সীমাবদ্ধ রেখেছিলেন।  নীতীশ রানা ও রিঙ্কু সিং হাফ সেঞ্চুরি করে দলকে ছয় উইকেট হাতে রেখে দুই পয়েন্ট পেতে সাহায্য করেন।

এলএসজি তাদের আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫ রানে জিতেছিল। মার্কাস স্টইনিসের ৪৭ বলে ৮৯* রানের দুর্দান্ত ইনিংসের কারণে এলএসজি ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৭ রান করেছিল। ক্রূণাল পান্ডিয়া ও রবি বিষ্ণোইয়ের চাপে মুম্বাই আগ্রাসী হতে পারেনি এবং ১৭২/৫ অবধি পৌঁছতে পেরেছিল। আইপিএলে কেকেআর ও এলএসজি দুবার মুখোমুখি হয়েছে। এলএসজি দুটি ম্যাচেই জিতেছে।

সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স

জেসন রয়, রহমানউল্লাহ্‌ গুরবাজ (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, হার্ষিত রানা, বৈভব আরোরা, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী।

লখনউ সুপার জায়ান্টস

কুইন্টন ডি কক (উইকেটকিপার), কাইল মেয়ার্স, ক্রূণাল পান্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, প্রেরক মাঁকড়, কৃষ্ণাপ্পা গৌথাম, রবি বিষ্ণোই, মহসিন খান, যুধবীর সিং চরক।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রিঙ্কু সিং – কেকেআরের সাম্প্রতিক ম্যাচে প্লেয়ার অফ দ্য নির্বাচিত হয়েছিলেন এবং তেরো ইনিংসে ৫০.৮৮ গড়ে ৪০৭ রান করে এখন সর্বোচ্চ রান-স্কোরারের তালিকায় ১১তম স্থানে আছেন।

কাইল মেয়ার্স – ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ১২ ইনিংস খেলে চারটি হাফ-সেঞ্চুরিসহ ৩৬১ রান করেছেন ১৪৪.৪০ স্ট্রাইক রেটে।

অলরাউন্ডার 

আন্দ্রে রাসেল – তেরো ম্যাচে ২২০ রান করেছেন ১৪৯.৬৫ স্ট্রাইক রেটে এবং ৭ উইকেট নিয়েছেন।

মার্কাস স্টইনিস – গত ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়া অলরাউন্ডার তেরো ম্যাচে ৩৬৮ রান করেছেন ১৫১.৪৪ স্ট্রাইক রেটে এবং বল হাতে ৫ উইকেট নিয়েছেন।

বোলার

বরুণ চক্রবর্তী – ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে চলমান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় পঞ্চম স্থানে আছেন

রবি বিষ্ণোই – ১২ ইনিংস খেলে লেগ-স্পিনার ১৪ উইকেট নিয়েছেন ৭.৯৫ ইকোনমি রেটে।

উইকেটকিপার

নিকোলাস পুরান – ১৭০.৪৫ স্ট্রাইক রেটে ৩০০ রান করেছেন এবং আড়াইশো রানের বেশী করা ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী তিনি।

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

কাইল মেয়ার্স, জেসন রয়, নীতীশ রানা, মার্কাস স্টইনিস (সহ-অধিনায়ক), নিকোলাস পুরান, রিঙ্কু সিং (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ক্রূণাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা।