আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের শক্তি থেকে দুর্বলতা
আপডেট করা - Dec 22, 2023 11:32 pm

১৯শে ডিসেম্বর, দুবাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছিল। নিলামে মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২০২৪ সালে আইপিএলের ইতিহাসের সবথেকে দামি ক্রিকেটার হিসেবে কেকেআরের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ পেসার। অন্যদিকে, আসন্ন মরসুমে শ্রেয়স আইয়ারকে আবার কেকেআরকে নেতৃত্ব দিতে দেখা যাবে। গত মরসুমে তার অনুপস্থিতিতে নাইট বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। তিনি আইপিএল ২০২৪-এ কেকেআরের সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন।
২০১৪ সালের পর আর একবারও আইপিএলের শিরোপা জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। আসন্ন মরসুমটিতে তৃতীয় ট্রফি জেতার লক্ষ্য নিয়ে খেলতে নামবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল। উল্লেখযোগ্যভাবে, নিলামে মিচেল স্টার্ক বাদে আরও আটজন খেলোয়াড়কে কিনেছে কেকেআর। মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন, মনীশ পান্ডে এবং কেএস ভরতের মতো খেলোয়াড়রা কেকেআর দলে যোগ দিয়েছেন। এখন কলকাতা নাইট রাইডার্সের শক্তি এবং দুর্বলতার ব্যাপারে জেনে নেওয়া যাক।
শক্তি
আইপিএল ২০২৪-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের সবথেকে শক্তিশালী দিকটি হল তাদের ব্যাটিং লাইনআপ। কেকেআরের কাছে জেসন রয়, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংয়ের মতো ব্যাটাররা আছে। এই ব্যাটাররা ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটের মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। অন্যদিকে, গত দুই মরসুমে খুব বেশি রান না পেলেও ব্যাট হাতে খেলার রূপ বদলে দেওয়ার ক্ষমতা সুনীল নারিনের রয়েছে।
দুর্বলতা
স্পিন আক্রমণ বেশ শক্তিশালী হলেও কেকেআরের পেস আক্রমণ অনেকটাই দুর্বল। উমেশ যাদব, ফার্গুসন এবং টিম সাউদির মতো অভিজ্ঞ পেসারদের কেকেআর ছেড়ে দিয়েছিল। আইপিএল ২০২৪-এ মিচেল স্টার্কের উপর অনেকটাই নির্ভর করবে কেকেআর। তিনি ছাড়া কলকাতার ফাস্ট-বোলিং ইউনিটে আর কোনো বিশ্বাসযোগ্য নাম নেই। চেতন সাকারিয়ার কাছে তেমন অভিজ্ঞতা নেই। অন্যদিকে, গাস অ্যাটকিনসন ভারতের মাটিতে এখনও পর্যন্ত মাত্র ৩টি ম্যাচ খেলেছেন।
সুযোগ
পিঠের চোটের কারণে আইপিএল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সকে পরিষেবা দিতে পারেননি শ্রেয়স আইয়ার। তার প্রত্যাবর্তন কেকেআরের জন্য একটি ইতিবাচক দিক। অন্যদিকে, ২০১৫ সালের পর আবার আইপিএলে ফিরে এসেছেন মিচেল স্টার্ক। আইপিএল ২০২৪-এ তার কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকবে।
চিন্তার কারণ
মিচেল স্টার্ককে কেনার জন্য কেকেআর অনেক অর্থ খরচ করেছিল। কিন্তু আইপিএল ২০২৪-এ তিনি খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ওডিআই এবং টেস্ট ক্রিকেটে তার রেকর্ড খুবই ভালো। তবে টি-২০ ক্রিকেটের মঞ্চে তার রেকর্ডকে অসাধারণ বলা যাবে না।