নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: BCCI)

নির্দিষ্ট সময়ের অনেক আগেই এবার অস্ট্রেলিয়ার মাটিতে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। বিশ্বকাপের প্রস্তুতিতে যাতে কোনওরকম খামতি না থাকে সেই দিকেই নজর ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সেই মতো অস্ট্রেলিয়ার মাটিতে ইতিমধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলাও হয়ে গিয়েছে ভারতীয় দলের। গতবারের মতো এবারও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল যাত্রা শুরু করবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতেই বিশ্বকাপের পথ চলা শরু করতে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মারা না পারলেও, লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ব্যাট থেকে এসেছিল বড় রানের ঝলক। এবার সামনে রয়েছে নিউ জিল্যান্ড। আগামী বুধবার ননিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। তবে সেই দলে শোনাযাচ্ছে কয়েকটি পরিবর্তন আনতে পারে ভারতীয়টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচে অর্ধশতরান পেয়েছিলেন সূর্যকুমার যাদব

ভারতীয় দলের সঙ্গে এক টানা ম্যাচ কেলে চলেছেন সূর্যকুমার যাদব। এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র তচিনি। সেজন্য নিউ জিল্যান্ডের বিপুদ্ধে এই তরুণ ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছেন সূর্যকুমারয সেই কারণেই তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারকীয় শিবির। বিশেষ করে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নামতে হবে ভারতীয় দলকে। তাঁকে বিশ্রাম দিয়ে অন্যান্য কিছু ক্রুকেটারদেরো দেখা হতে পারে েই প্রস্তুতি ম্যাচে।

শোনাযাচ্ছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নাকি এই ম্যাচে দীপক হুডাকে খেলানো হতে পার। প্রথম ম্যাচে ঋষভ পন্থকে দেখা যায়নি। এই ম্যাচে তাঁকে দেখা গেলেও দেখা যেতে পারে। প্রস্তুতি ম্যাচে সকলকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চাইছে টিম ইন্ডিয়া। অন্দিকে প্রথম প্রস্তুতি ম্যাচে মাত্র একটি ওভার করার সুযোগ পেয়েছিলেন মহম্মদ সামি। সেখানেই অবশ্ নিজকে প্রমাণ করেছেন তিনি। এবার সামনে নিউ জিল্যান্ড। সেখানে যে মহম্মদ সামি একেবারে প্রথম থেকেই দলে থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

অন্যদিকে নউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে একদিনের বিরতি নিয়েছিল ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা এদিন ছুটির মেজাজেই ছিলেন। একইসহ্গে নিউ জিল্যান্ডেরও ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জিনি নিশামকে খেলানোর একটা পরিকল্পনা করেছে। বুধবারের ম্যাচই দুই দলের কাছে নিজেদের প্রস্তুতি দেখে নেওয়ার শেষ সুযোগ। ভারতীয় দল তাদের ফর্ম অব্যহত রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।