টি টোয়েন্টি বিশ্বকাপের দলে বিরাট কোহলির রাখার পক্ষেই অনিল কুম্বলে

Virat Kohli
Virat Kohli. (Photo Source: MONEY SHARMA/AFP via Getty Images)

নতুন বছরের শুরু থেকেই ভারতীয় দলের হয়ে মাঠে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। কয়েকদিন আগেই শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেখানেও ভারতীয় দলের জার্সিতে নামেননি বিরাট কোহলি। বিরাট কোহলির না খেলা নিয়ে নানান জল্পনাই চলছিল. আর মাত্র কয়.েকদিন পরই শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেখানেও এবার বিরাট কোহলির খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। হঠাত্ই শোনাযাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপেও নাকি বিরাট কোহলিকে ছাড়া নামতে পারে ভারতীয় দল। আর এই খবর যে বিরাট ভক্তদের খানিকটা হলেও চিন্তা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

যদিও বিসিসিআই কিংবা বিরাট কোহলির তরফে এই সম্বন্ধে কেউই কিছু জানাননি। কিন্তু ভারতীয় ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে পৌঁছেছে। শেষপর্যন্ত কী হয় সেটাতো সময়ই বলবে। তবে বিরাট কোহলিকে না খেলানোর প্রসঙ্গে কিন্তু মত নেই প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার অনিল কুম্বলের। এই পরিস্থিতিতে বিরাট কোহলির পাশেই দাঁড়াচ্ছেন তিনি। তাঁর মতে বিরাট কোহলি যেভাবে সাদা বলের ক্রিকেট খেলেন, তাতে সকলেই আপ্লুত। শুধু চাই নয় বিরাট কোহলির ধারাবাহিক পারফরম্যান্স নিয়েও কথা শোনা গিয়েছে অনিল কুম্বলের মুখে।

এবারের ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রানের  মালিক বিরাট কোহলি

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। তাঁর একের পর এক সেরা পারফরম্যান্সে ভর করেই ফাইনালের রাস্তায় এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানও করেছিলেন বিরাট কোহলি। শুধুমাত্র তাই নয় শেষবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও বিরাট কোহলির পারফরম্যান্স ছিল সেরা। এবার ফের একটা বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই হঠাত্ বিরাট কোহলির খেলা ঘিরে দেখা দিয়েছে নতুন জল্পনা।

এই পরিস্থিতিতে বিরাট কোহলির পাশেই দাঁড়াচ্ছেন অনিল কুম্বলে। তিনি জানিয়েছেন, “আমি তাঁর ধারাবাহিকতার কথাই বলব। আমি যখন আরসিবিতে ছিলাম সেই সময় থেকেই তাঁকে দেখেছি। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর সেখান থেকেই বিরাট কোহলি তাঁর টি টোয়েন্টি কেরিয়ার শুরু করেছিলেন। সেখান থেকেই ধীরে ধীরে তাঁর ফিটনেসের যে বদল এনেছেন। সেইসঙ্গে তাঁর ক্রিকেট খেলার যে প্রবল ইচ্ছা এবং সাদা বলের ক্রিকেটে যে পারফরম্যান্স তিনি প্রদর্শন করেছেন”।

আগামী জুন মাসে শুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দলের জার্সিতে বিরাট কোহলিকে দেখা যায় কিনা তারই অপেক্ষায় রয়েছেন সকলেষ