ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিসের সিদ্ধান্তে খুশি নন সুনীল গাভাসকর

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারত। ২৩ অক্টোবরের সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তানের বিরুদ্ধে গতবারের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের ৪৮ ঘন্টা আগে ভারতের অরশনাল প্র্যাকটিসের সিদ্ধান্ত নিয়ে খুব একটা খুশি নন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে এমন ম্যাচের আগে অপশনার প্র্যাকটিসের কোনও মানেই নাকি হয় না।

গতবার পাকিস্তানের বিরুদ্ধে হেরেই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছিল ভারতীয় দল। সেই প্রতিশোধ নেওয়াই এবর অন্যতম লক্ষ্য ভারতীয় দলের। গত বৃহস্পতিবারই ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁচে গিয়েছে ভারতীয় দল।  যদিও সেখানে খুব একটা সময় নষ্ট করতে নারাজ ছিল টিম ইন্ডিয়া। সেজন্য বৃহস্পতিবার তেকেই প্রস্তুিতে নেমে পড়েছিলেন তারা। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে দুদিন আগে হঠাত্ই ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিসের সিদ্ধান্ত। আর সেটা নিয়ে যেন খানিকটা অসন্তুষ্ট হয়েছেন প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর।

২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল

সুনীল গাভাসকরের মতে ভারতীয় দলও খুব ভালভাবেই জানে যে আগামী শনি ও রবিবার মেলবোর্নে রয়েচে বৃষ্টির পূর্বাভাস। সেই পরিস্থিতি জানার পরও কেন এমন সিদ্ধান্ত নিল তারা। শুধু তাও নয় যারা প্রস্তুতি সারতে আসেননি, তাদের মধ্যে থেকেও তো কেউ একজন ম্যাচ উইনার থাকতেই পারেন। সেজন্য হঠাত্ই ভারতের অপশনাল প্র্যাকটিসের সিদ্ধান্তকে সমর্থন জানাতে পারছেন না প্রক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।

এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডে-তে তিনি জানিয়েছেন, “আমি জানিনা এই সিদ্ধান্তটা সকলের কাছে কী বলছে, কিন্তু আমি এই সিদ্ধান্তের সঙ্গে একেবারেই একমত হতে পারছি না। আমি এই সিদ্ধান্তের সঙ্গে একেবারেই এক হতে পারছি না তার কারণ হল কয়েকদিনের মদ্যেই শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ইতিমধ্যেই ভারতীয় দল পৌঁছে গিয়েছে। প্রথম ম্যাচই য়থেষ্ট চ্যালেঞ্জিং। সেখানে শেষ প্রস্তুতি ম্যাচ যখন বৃষ্টির কারণে হয়নি এবং ভারতীয় দল মেলবোর্নে পৌঁছে একটি ডেঅফ নিয়ে নিয়েছে, সেখানে তার পরের দিন অপশনাল প্র্যাকটিস কেন”।

এদিন অবশ্য নেটে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন রোহিত শর্মা। বিশেষ করে শাহিন আফ্রিদির মতো বোলারের মোকাবিলা করার জন্য নেটে দীর্ঘ্ক্ষণ বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে প্রস্তুতি সেরেছিলেন এই তারকা ক্রিকেটার। শুধুমাত্র তাই নয় এদিন বোলাররাও জোরকদমে প্রস্তুতি সেরেছিলেন। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের অপশনাল প্র্যাকটিসের সিদ্ধান্ত মানতে পারছেন না সুনীল গাভাসকর।