ফিটনেস টেস্টে বিরাট কোহলিদের পিছনে ফেলে সর্বোচ্চ স্কোর শুভমন গিলের
আপডেট করা - Aug 26, 2023 5:42 pm

ভারতীয় ক্রিকেটে সবচেয়ে ফিট বয় কোন ক্রিকেটার এমন প্রশ্ন যদি কখনোও ওঠে সেখানে প্রথম নামটাই বোধহয় হবে বিরাট কোহলির। ফিটনেসের সঙ্গে কখনোই আপোস করেননা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ফিটনেসের কথা সকলের মুখে বারবারই শোনা যায়। কিন্তু এশিয়া কাপের আগে সেই বিরাট কোহলিকেই এবার পিটনেসে টপকে গেলেন তরুণ ক্রিকেটার শুভমন গিল। এশিয়া কাপের আগে অয়ো ইয়ো টেস্টে সর্বোচ্চ স্কোর নিয়ে পাশ করে গিয়েছেন শুভমন গিল। বিরাট কোহলি তেকে বার্দিক পান্ডিয়া সকলকেই পিছনে ফেলে দিয়েছেন তিনি।
আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। দল গঠন আগেই হয়ে গিয়েছে। গত শুক্রবার থেকে সেই প্রস্তুতিই শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যেকোনও প্রতিযোগিতার আগেই ভারতীয় ক্রিকেটারদের এখন ইয়ো ইয়ো টেস্ট বাধ্যতামূলক। সেখানেই প্রত্যাতের ফিটনেসের মাপকাঠি দেখে নেওয়া হয়। যার ন্যূনতম মাপকরা হয়েছে ১৬.৫। এসিয়া কাপের প্রস্তুতি শুরু হওয়ার আগেও সেই ফিটনেস টেস্টে নেমেছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা।
ইয়ো ইয়ো টেস্টে ১৮.৭ স্কোর করেছেন শুভমন গিল
সেখানেই বিরাট কোহলি থেকে হার্দিক পান্ডিয়াদের পিছনে ফেলে ইয়ো ইয়ো টেস্টে সর্বোচ্চ স্কোর করে সকলকে চমকে দিয়েছেন শুভমন গিল। এবারের ইয়ে ইয়ো টেস্টে শোনাযাচ্ছে ১৮.৭ স্কোর নিয়ে উত্তীর্ণ হয়েছেন শুভমন গিল। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এটাই সর্বোচ্চ। ফিটনেসের নীরিখে শুভমন গিলকেও যে বিরাট কোহলির থেকে এখন কুব একটা পিছিয়ে রাখা যাবে না তা বলাই বাহুল্য। বিরাট কোহলির থেকে এই মুহূর্তে ফিটনেসের নীরিখে অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি।
শুক্রবারই নিজের ইয়ো ইয়ো টেস্টের স্কোর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়োেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এবার তিনি ১৭.২ স্কোর নিয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু শুভমন গিলের েই স্কোর নিয়েইচলছে জোর আলোচনা। আদামী ২ সেপ্টেম্বর এসিয়া কাপের মঞ্চে যাত্রা শুরু করবে ভারতীয় দল। প্রথম ম্যাচেই ভারতের সামনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সেই ম্যাচে ওপেনিংয়ে যে শুভমন গিলের ওপর দায়িত্ব অনেকটাই বেশী রয়েছে তাও বলার অপেক্ষা রাখে না।
শুক্রবার থেকেই রোহিত শর্মার সঙ্গে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। এই মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। এই বছরই ওডিআই ক্রিকেটের মঞ্চে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে শুভমন গিল এবারের আইপিএলের সর্বোচ্চ রানের মালিকও। শেষপর্যন্ত এশিয়া কাপের মঞ্চে তিনি সাফল্য পান কিনা সেটাই দেখার।