“আমাদের জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত ছিল”, ধোনির প্রশংসায় কোচ স্টিফেন ফ্লেমিং

ইঙ্গিত দিলেন ফাইনালে ধোনি হয়তো পাঁচে

Stephen Fleming
Stephen Fleming. (Photo Source: IPL/BCCI)

গতকাল প্রথম কোয়ালিফাইয়ারে আবার পুরনো ধোনিকে যেন ফিরে পাওয়া গেল। সাত নম্বরে যখন ব্যাত করতে নামেন তখন চেন্নাই সুপার কিংসের দরকার ১১ বলে ২৪ রান। চাপের মুখে শেষ ওভারে টম কারানকে পরপর তিনটি চার মেরে যখন চেন্নাইকে ফাইনালে তুললেন তখন সেই ভিন্টেজ ধোনিকে পাওয়া গেল। তিনটি চার ও একটি ছয় মেরে ৬ বলে অপরাজিত থাকলেন ১৮ রানে।  

এই ইনিংস মন ছূঁয়ে গেছে আপামর ক্রিকেটভক্তের। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন ‘মেন ইন ইয়েলো’র কাছে ধোনির এই ইনিংসটি আবেগাপ্লুত মুহূর্ত হিসেবে থেকে যাবে। ধোনির উপর যে তীব্র চাপ ছিল সেই কথাও জানাতে ভোলেননি কিউই কোচ। ধোনিকে বিশ্বসেরাদের একজন তকমা দিয়ে তিনি বলেছেন ফাইনালে ধোনি পাঁচেও ব্যাটিং করতে নামতে পারেন।  

ধোনি নিজের কামাল দেখিয়ে দিয়েছে

ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে ফ্লেমিং বলেন, “আমাদের জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত ছিল ওটা। আমরা জানি কী বিপুল প্রত্যাশার চাপ নিয়ে ধোনিকে মাঠে যেতে হয়। আজ ধোনি নিজের কামাল দেখিয়ে দিয়েছে। খুবই আবেগপ্রবণ সময় এবং এই আবেগ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ধোনি বিশ্বসেরাদের একজন এবং ফাইনালে হয়তো পাঁচে ব্যাট করতে নামবে। আমরা জানি ধোনি এক এক্সময় কতোটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কিন্তু সেই সঙ্গে আমাদের এটাও মাথায় রাখতে বাকি যারা রয়েছে তাদেরকে আমরা কীভাবে উপযুক্তভাবে ব্যবহার করতে পারি।”

আমাদের মধ্যে টেকনিক্যাল কথা হচ্ছিল

ফ্লেমিং এটাও বলেন যে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ধোনি ও তাঁর মধ্যে নিরন্তর কথা চলছিল। কথা হচ্ছিল মূলত টেকনিক্যাল বিষয় নিয়ে। ধোনি যখন নিজে নিশ্চিত হয়েছিলেন কোথায় তাঁর ব্যাট করতে যাওয়া উচিত তখন ফ্লেমিং তাঁকে আটকাননি।

তিনি সেই প্রসঙ্গে বলেন, “আমাদের মধ্যে অনেকক্ষণ ধরে কথা চলছিল। আমার মনে হয় আজকের মাত্র ২০ ওভারে আমরা যা কথা বলেছি তা বিগত বেশ কয়েক দিনের চেয়ে বেশি। আমাদের মধ্যে টেকনিক্যাল কথা হচ্ছিল। কে কোন পরিস্থিতিতে সবচেয়ে ভালো খেলবে, ম্যাচটা কোন দিকে এগোচ্ছে, মূলত এসবই ছিল আলোচনার বিষয়। কিন্তু একবার যখন ধোনির মনে হয়েছে ওই সময় নামবে তখন আমি ওকে বাধা দিইনি। কারণ আগেও এরকম পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ধোনির সফল হওয়ার উদাহরণ আছে।”