দলের প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যেকোনও পজিশনে খেলতে প্রস্তুত মহম্মদ রিজওয়ান
আপডেট করা - Sep 9, 2023 4:57 pm
রবিবার ভারতের বিরুদ্ধে নামছে পাকিস্তান। সেই ম্যাচঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয়তা তো সময়ই বলবে। প্রথম ম্যাচে ভারতীয় দলের বিরুদ্ধে ব্যাটিংয়ের সুযোগ পাননি পাকিস্তানের ব্যাটাররা। বৃষ্টির কারণে শেষপর্যন্ত ম্যাচ ভেস্তে গিয়েছিল। সেখানেই পাকিস্তানের বোলাররা দুরন্ত পারফরম্যান্স দেখালেও সেখানে ব্যাট হাতে নামার সুযোগ পায়নি পাকিস্তান। এবার সুপার ফোরের ম়্চে পের একবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। সেই ম্যাচেই ভারতের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন মহম্মদ রিজওয়ান। দলের প্রয়োজনে যেকোনও পদজিশনেই খেলতে পারেন তিনি।
এখনও পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামন সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। যদিও মহম্মদ রিজওয়ান তাঁর পাশেই দাঁড়াচ্ছেন। একইসঙ্গে ওপেনিংয়ে তাঁকে ডাকা হলে তিনি যে সেই জায়গায়দলের প্রয়োজনে ব্যাটিং করার জন্য প্রস্তুত রয়েছেন তা বলতে কোনও দ্বিধা নেই এই তারকা ক্রিকেটারের। ভারতের বিরুদ্ধে বরবারই ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন মহম্মদ রিজওয়ান
এবারও সেই পারফরম্যান্সের ধারাই অব্যহত রাখতে মরিয়া হয়ে রয়েছেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের মিডল অর্ডারে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই তারকা ক্রিকেটার। সুপার ফোরের মঞ্চ বাংলাদেশের বিরুদ্ধে ৬৩ রপানের ইনিংস খেলেছিলেন মহম্মদ রিজওয়ান। সামনে এবার টিম ইন্ডিয়া। সেখানেও যে মহম্মদ রিজওয়ান নামার জন্য প্রস্তুত রয়েছেন তা বলতে কোনও দ্বিধা নেই এই তারকা ক্রিকেটারের। দল যদি মনে করে তবে যেকোনও পজিশনেই ব্যাট হাতে নেমে পড়তে পারেন মহম্মদ রিজওয়ান।
সেই প্রসঙ্গেই পাকিস্তানের এই তারকা ক্রিকেটার জানিয়েছেন, “তিনি যদি সেই একইরকমভাবে আউট হয়ে যান তবে সআআমাদের বুঝতে হবে যে সেখানে কিছু টেকনিক্যাল সমস্যা চলছে। আমরা সকলেই আশাবাদী যে আমাদের ওপেনিং কম্বিনেশন বদলানোর খুব একটা বেশী প্রয়োজন পড়বে না। তবে সেখানে যদি প্রয়োজন পড়ে একেবারেই ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর তা নির্ভরশীল। ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যেকোনও পজিশনের জন্যই প্রস্তুত রয়েছি”।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানই কার্যত ভারতীয় দলকে হারিয়ে দিয়েছিলেন। তাদের সাজঘরের রাস্তায় ফেরাতে পারেননি ভারতীয় দলের তাবড় তাবড় বোলাররা। গত ম্যাচে অর্ধশতরান পেয়েছেন মহম্মদ রিজওয়ান। সেই পারফরম্যান্স যে তাঁর আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।