ভারত-পাক ম্যাচে রিজার্ভ ডে-র সিদ্ধান্ত নিয়ে এসিসির সমালোচনায় ভেঙ্কটেশ প্রসাদ
আপডেট করা - Sep 9, 2023 1:49 pm
রবিবার এশিয়া কাপের মঞ্চে ফের একটা হাই ভোল্টেজ ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। ফের অএঅকবার বারত বনাম পাকিস্তান ম্যাচ এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে। সেই ম্যাচেও শোনাযাচ্ছে বষ্টির পূর্বাভাস রয়েছে। আর সেই কতা বিচার করেই এবার বারক বনাম পাকিস্তান ম্যাচের জন্য রিজা্র্ভ ডে রাখা হয়েছে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই সিদ্ধান্তই মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ।
কেন শুধুমাত্র ভারত বনা্ম পাকিস্তান ম্যাচের জন্য পরিবর্তিত দিন রাখা হয়েছে সেটাই বুঝে উঠতে পারছেন না এই প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। এসিসির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতেও পিছপা হননি ভেঙ্কটেশ প্রসাদ। তাঁর মতে শুধুমাত্র একটি ম্যাচ নয়। অন্যান্য ম্যাচের জন্যও এসিসির এই একই ব্যবস্থা নেওয়া উচিত্ ছিল। শুধু মাত্র দুটো দেশের জন্য কেন এই বিশেষ ব্যবস্থা সেটাই বুঝে উঠতে পারছেন না ভেঙ্কটেশ প্রসাদ।
১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই ম্যাচই যে এশিয়া কাপের মঞ্চে সবচেয়ে বেশী টিআরপি তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে প্রথম ম্যাচের মতো এই ম্যাচ যে এসিসি বৃষ্টির জন্য ভেস্তে দিতে যেতে চায় না, তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই এবার রিজার্ভ ডে রাখার ব্যবস্থা রাখা হয়েছে। শোনাযাচ্ছে এই ম্যাচেও নাকি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এই প্রসঙ্গে ভেঙ্কটেশ প্রসাদ জানিয়েছেন, “যদি এটা সত্যি হয়, তবে এই ঘটনা একে্বারেই লজ্জাজনক। আয়োজকরা একেবারেই মজা করছেন মনে হচ্ছে। একটা এমন প্রতিযোগিতায় বিভিন্ন দলের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম একেবারেই মেনে নেওয়া যায় না। বিচারের নামে তখনই এটা স্বার্থক হবে যখন ম্যাচ পরিত্যক্ত হয়ে যাবে অথবা প্রবল বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যেতে পারে”।
এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমন গিলরা চূ়ড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। এবার ১০ সেপ্টেম্বর ফের একবার তারা মুখোমুখি হচ্ছে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। একইসঙ্গে এসিসির এই সিদ্ধান্ত নিয়েও আরম্ভ হয়েছে সমালোচনা।