দেশের জার্সিতে টি২০-তে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে উচ্ছ্বসিত যুজবেন্দ্র চাহাল

Yuzvendra Chahal
Yuzvendra Chahal. (Photo by Pankaj Nangia/Getty Images)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে সুযোগ হয়নি তাঁর।  সেই ম্যাচে ভারতীয় দল ২১ রানে হেরে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচেই ভারতী দল নেমেছিল লখনউয়ে। সেখানেই উমরান মাসিকের পরিবক্তে দলে নেোয়া হয়েছিল যুজবেন্দ্র চাহালকে। আর সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না, তা ম্যাচে নেমেই বুঝিয়ে দিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। ফিন অ্যালেনকে সাজঘরের রাস্তা দেখিয়ে ভারতীয় দলের সাফল্যের দিকে হাংটার পথটা তৈরি করে দিয়েছিলেন য়ুজবেন্দ্র চাহাল। সেইসঙ্গেই যুজবেন্দ্র চাহালের মুকুটে উঠেছে নয়া পালক।

ভারতীয় বোলার হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে এখন  সর্বোচ্চ উইকেটের মালিক এখন যুজবেন্দ্র চাহাল। ভুবনেশ্বর কুমারকে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। দেশের জার্সিতে এমন সাফল্য পেয়েই এখন আপ্লুত যুজবেন্দ্র চাহাল। টি টোয়েন্টি ফর্ম্যাটে যথন যাত্রা শুরু করেছিলেন, এমটা যে হতে পারে তা কখনোই ভাবতে পারেননি তিনি। লখনউতে স্বপ্নপূরণ হয়েছে ভারতীয় েদলের এই তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের। ম্যাচ শেষে সেই উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না তিনি।

ভারতের হয়ে ৭৫ টি টোয়েন্টিতে ৯১টি উইকেট যুজবেন্দ্র চাহালের

ভারতের বিরুদ্ধে টস জিতে এদিন প্রথমে ব্যাটিং নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল নিউ জিল্যান্ড অধিনায়ক। কিন্তু ভারতের স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি তারা। সেই শুরুটাই হয়েছিল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের হাত ধরে। ফিন অ্যালেনকে সাজঘরে  ফেরানোর সঙ্গেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়েছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে এখন সর্বোচ্চ উইকেটের মালিক তিনি. ৭৫ ম্যাচ খেলে ৯১টি উইকেট তুলে নিয়েছেন ভারতীয় দলের েই দাবাড়ু স্পিনার।

ম্যাচ শেষে তাঁর সাক্ষাতকার নিচ্ছিলেন কুলদীপ যাদব। সেখানেই কুলদীপের প্রশ্নের উত্তরে যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন, “ভারতীয় দলের হয়ে যখনই ভাল পারফর্ম করতে পারি সেটা সবসময়ই একটা ভাল অনুভূতি। দেশের জার্সিতে যেকোনও ফর্ম্যাটেই  সর্বোচ্চ উইকেট নেওয়াপ আনন্দটা সবসময়ই অন্যরকম। টি টোয়েন্টি ফর্ম্যাটে যখন প্রথমবার এসেছিলেন সেই সময় এমনটা করতে পারব কখনোই ভাবতে পারিনি। সত্যিই অসাধারণ লাগছে আমার”।

ভারতীয় স্পিনারদের দাপটের সামনে সেদিন নিউ জিল্যান্ডের ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতেই পারেননি। ৯৯ রানেই শেষ হয়ে গিয়েছিল ননউ জিল্যান্ড। যদিও বারতীয় দলকেও এই রান করতে অনেকটা বেগ পেতে হয়েছিল। তবে শেষপর্যন্ত বারতের পক্ষেই এসেছিল। শেষ ম্যাচ জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে ভারত। সেখানে যে যুজবেন্দ্র চাহালের ওপরই ভরসা রাখবে ভারতীয় দল তা বলার অপেক্ষা রাখে না। এখন সুধুই য়ুজবেন্দ্র চাহালের টি টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার অপেক্ষায় সকলে।