“ড্রেসিংরুমকে শান্ত রাখেন এবং প্রত্যেককে অনুপ্রাণিত করেন” – দ্রাবিড় ও রোহিতকে কৃতিত্ব দিলেন ভেঙ্কটেশ আইয়ার

উঠতি অলরাউন্ডারের প্রশংসা পেলেন 'রাহুল স্যার' ও 'রোহিত ভাই'

Venkatesh Iyer
Venkatesh Iyer. (Photo Source: BCCI)

নবনিযুক্ত প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা তরুণদের কীভাবে সামলান এবং তাদের যেভাবে বুঝতে পারেন, সেটি দেখে ভারতের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার দুজনেরই প্রশংসা করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক হোম টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া দুই খেলোয়াড়ের একজন আইয়ার। সিরিজে আয়োজক ভারত ৩-০ ব্যবধানে জয়লাভ করেছিল। আইয়ার তাঁর রাহুল স্যার ও রোহিত ভাইকে তাঁর অভিষেক সিরিজে পাশে থেকে ভরসা করার জন্য কৃতিত্ব দিয়েছেন।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি চিত্তাকর্ষক আইপিএলের ফলে আইয়ার হঠাৎ করেই ভারতীয় দলের ড্রেসিংরুমে জায়গা করে নিয়েছেন। তিনি ৪১.১১-এর গড়ে ১০ ইনিংসে ৩৭০ রান করেন এবং মাঝে মাঝে তাঁর সিম-বোলিংয়ের মাধ্যমে নিজের প্রতিভার ছাপ রাখেন এবং পুরস্কার হিসেবে ভারতীয় দলের জার্সি পান। 

ভারতের জাতীয় দলের ড্রেসিংরুমে তাঁর প্রথম অভিজ্ঞতার কথা বলতে গিয়ে, আইয়ার দ্রাবিড় এবং রোহিত শর্মাকে কৃতিত্ব দেন। তাঁরা যেভাবে প্রতিটি খেলোয়াড়কে অনুপ্রাণিত করেন এবং ড্রেসিংরুমের পরিবেশকে “নিশ্চিন্ত” রাখেন, সেটা দেখে আইয়ার খুশি হয়েছেন। 

রাহুল স্যার ও রোহিত ভাই ড্রেসিংরুমকে শান্ত রাখেন – ভেঙ্কটেশ আইয়ার

“রাহুল (দ্রাবিড়) স্যার খেলার একজন কিংবদন্তী এবং ভারতের হয়ে অনেক ক্রিকেট খেলেছেন। তিনি জানেন কীভাবে তরুণদের সামলাতে হয়। তাঁর কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি। ড্রেসিংরুমে রোহিত ভাই এবং রাহুল স্যরকে পাওয়ার সবচেয়ে ভালো দিক হল যে যোগাযোগ একেবারেই স্বচ্ছ ছিল,” আইয়ার টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন।

“রাহুল স্যার এবং রোহিত ভাই ড্রেসিংরুমকে শান্ত রাখেন এবং প্রত্যেক খেলোয়াড়কে অনুপ্রাণিত করেন। রাহুল স্যার আমাকে নিজেকে প্রকাশ করার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমার সামর্থ্যের উপর তাঁর আস্থা ছিল,” তিনি যোগ করেছেন।  

তিনি প্রকাশ করেছেন অভিষেক ক্যাপ অর্জনের অর্থ তাঁর কাছে কী ছিল এবং অধিনায়ক রোহিতের কাছ থেকে তিনি কী বার্তা পেয়েছিলেন, যিনি জয়পুরে সিরিজের উদ্বোধনী ম্যাচে তাঁকে প্রথম ক্যাপটি দিয়েছিলেন। “যখন আমি আমার ক্যাপ নিয়ে মাঝখানে চলে গেলাম, রোহিত ভাই বললেন ক্রিজে গিয়ে নিজেকে প্রকাশ করতে এবং মুহূর্তটি উপভোগ করতে। তিনি আমাকে অনেক সমর্থন করেছেন এবং অনেক টিপস দিয়েছেন। রোহিত ভাই জানেন কীভাবে একজন খেলোয়াড়কে চাপ থেকে সরিয়ে দিতে হয় এবং তাঁর টিপস আমার জন্য সত্যিই মূল্যবান ছিল।”

আইয়ার বলেছেন যে এই মুহূর্তে তাঁর লক্ষ্য বিজয় হাজারে ট্রফিতে পারফর্ম করা এবং নিশ্চিত করা যে তিনি নির্বাচকদের রাডারে থাকবেন। “বিজয় হাজারে ট্রফি আমার পরবর্তী স্টপ হবে। আমি এক সময়ে এক ধাপ এগোতে চাই। আমি ফোকাস ধরে রাখতে চাই। আমার পথে যে সুযোগ বা চ্যালেঞ্জই আসুক না কেন, আমি গ্রহণ করব।”