অভিষেক টেস্টে মুকেশ কুমারের পারফর্ম্যান্স দেখে খুশি পরশ মাম্বরে

Paras Mhambrey
Paras Mhambrey. ( Image Source: Twitter )

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় টেস্ট দলের হয়ে অভিষেক হয়েছে বাংলার মুকেশ কুমারের। পোর্ট অব স্পেনে ভারতীয় দলের হয়ে অভিষেক টেস্টে নেমেছেন মুকেশ কুমার। তাঁকে ঘিরে সেই থেকেই শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। কেরিয়ারের প্রথম ম্যাচে সাফল্যও এসেছে মুকে্শ কুমারের। অবিষেক টেস্টে মুম্কস কুমারের পারফরম্যান্সে কিন্তু আপ্লুত ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তৃতীয় দিনের শেষে  মুকেশ কুমারের পারফরম্যান্স দেখার পর তেকেই তাঁকে নিয়ে প্রশংসার সুর ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্বরের গলায়।

এবারের আইপিএলের মঞ্চেই মুকেশ কুমারের পারফরম্যান্স সকলের নজর কে়ড়েছিল। সেই থেকেই বারতীয় দলেও তাঁকে খেলানোর কথাবার্তা শুরু হয়েছিল। এর আগে অবশ্য ভারতীয় এ দলের হয়ে কেলেছেন মুকেশ কুমার। অবশেষে দীর্ঘ দিন ধরে দেখা স্বপ্ন পূরণ হয়েছে এইঅ তরুণ ক্রিকেটারের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর তেকেই মুকেশ কুমারের অবি।েক নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। যদিও প্রথম ম্যাচে মুকেশ কুমারের অভিষেক হয়নি।

ম্যাচের তৃতীয় দিন ক্রিক ম্যাককেঞ্জির উইকেট তুলে নিয়েছিলেন মুকেশ কুমার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই তাঁকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই নভদীপ সাইনিকে ভারতীয় দল না খেলিয়ে তাঁর পরিবর্তেই  বাংলার মুকেশ কুমারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট । আর প্রথম ম্যাচেইঅ উইকেট তুলতেও সক্ষম  ভারতী.য় দলের এই তরুণ ক্রিকেটার। তৃতীয় দিনই ওয়েস্ট ইন্ডিজের ক্রিক ম্যাককেঞ্জিকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তরুণ বোলার। আর তাতেই আপ্লুত সকলে। সেই পারফরম্যান্স কিন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টকে খুশিই করছে। অন্তত পরশ মাম্বরের কথাতে ইঙ্গিত তো তেমনই।

এই প্রসঙ্গে পরশ মাম্বরে জানিয়েছেন, আমার মনে হয় এদিন তিনি খুব ভাল বোলিং করেছেন। সেই পরিস্থিতিতে তিনি যেভাবে নিজের বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন, তা দেখাটা সত্যিই অত্যন্ত সন্তোষজনক। তাঁর থেকে টিম ম্যানেজমেন্ট হিসাবে এমনটাই প্রত্যাশা করেছিলাম আমরা সকলে। তাঁর সেরা পারফরম্যান্সটা দিতে হত। সেই কাজটাি সঠিকভাবে করেছিলেন তিনি।

কেরিয়ারের প্রথম ম্যাচেই উইকেট তুলে নিয়েছেন মুকে্শ কুমার। চতুর্থ দিন তাঁক ঝুলিতে আরও উইকেট আসে সকিনা তা তো সময়ই বলবে। তব মুকেশ কুমার যে তাঁর পারফরম্যান্স দেখিয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৪ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছেন মুকেশ কুমার।