খারাপ স্মৃতি ভুলে শীঘ্রই অর্শদীপ সিংয়ের দলে ফেরা নিয়ে আশাবাদী ব্রেট লি
আপডেট করা - Jan 20, 2023 6:01 pm

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন অর্শদীপ সিং। সেই ম্যাচেই একের পর এক নো বল করে সমালোচনার কেন্দ্রে চলে এসেছিলেন েই তরুণ ক্রিকেটার। এবার তাঁর পাশেি দাঁড়ালেন প্রাক্তন অস্ট্রেলিয় তারকা ক্রিকেটার ব্রেট লি। তাঁর মতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবেন অর্শদীপ সিং। এই মুহর্তে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই ভারতীয় দলের এই তরুণ পেসার অর্শদীপ সিং। চোটের কারণে বাইরে রয়েছেন তিনি। তবে শীঘ্রই যে অর্শদীপ সিং যে ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন তা নিয়ে আশাবাদী ব্রেট লি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতেই ভারতীয় দলে ফিরেছিলেন অর্শদীপ সিং। সেখানেই এক ওভারে নো বলের হ্যাটট্রিক করেছিলেন তিন। শুধু তাই নয় গোটা ম্যাচে ৫টি নো বল করতে দেখা গিয়েছিল অর্শদীপ সিংকে। আর সেটাই য়ে ভারতীয়দলের হারেংর অন্যতম প্রধান কারণ চিল তা বলার অপেক্ষা রাখে না। অর্শদীপ সিং.ের এমন পারফম্যান্স দেখার পর থেকেই শুরু হয়েছিল সমালোচনার ঝড়। যদিও এরপরই চোটের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন অর্শদীপ সিং।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০-তে একাই পাঁচটি নো বল করেছিলেন অর্শদীপ সিং
এই তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েই এবার বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার ব্রেট লি। নো বলের এই সমস্যা যে একজন বোলারের কাছে কতটা গুরুতর তা মেনে নিতে কোনও দ্বিধা নেই ব্রেট লির। তাঁর সেদিন প্রতিপক্ষের কাছে নয় এই নো বলের কাছেই হার মানতে হয়েছিল অর্ধীপ সিংকে। যদিও সেই অতীতকে ভুলে যাওয়ারই পরামর্শ দিচ্ছেন প্রাক্তন অস্ট্রেলিয় তারকা পেসার ব্রেট লি। বরং অর্শদীপ সিং সমস্তকিছু ভুলে ফের ভারতীয় দলে স্বমহিমায় ফিরবেন বলেই মনে করছেন তিনি।
এই প্রসঙ্গে ব্রে লি জানিয়েছেন, “আমি বিশ্বাস করি যে অর্শদীপ সিংয়ের মধ্যে সেই দক্ষতা রয়েছে যার ফলে তিনি ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন। আমার তাঁর প্রতি পরামর্শ যে ফের জোরকদমে প্রস্তুতি শুরু করে দাও এবং এই ঘটনাকে সম্পূর্ণ মুছে দাও। সেইসঙ্গে কোথায় ভুল করেছে সেটা খুংজে বের কর এবং তা থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে হবে”।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে মাত্র দুই ওভারই তাঁকে দিয়ে বোলিং করানো সম্ভব হয়েছিল। মাত্র দুই ওভারে অর্শদীপ সিং একাই ৩৭ রান দিয়েছিলেন সেই ম্যাচে। এরপরই অবশ্য চোটের জন্য চিটকে গিয়েছেন এই তরুণ ক্রিকেটার। তবে অর্শদীপ সিংকে নিয়ে আশাবাদী ব্রেট লি।