বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভমন গিলকে নিয়ে আশাবাদী মুরলী বিজয়
আপডেট করা - Nov 5, 2023 6:29 pm
আইপিএল শেষ হয়ে গিয়েছে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নজর রয়েছে সকলের। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে সেই ম্যাচে শুভমন গিলকে নিয়ে কিন্তু সকলেই বেশ উচ্ছ্বসিত। অন্তত এবারের আইপিেলে শুভমন গিলের পারফম্যান্স তো অন্তত তেমনটাি ইঙ্গিত দিচ্ছে। যদিও ইংল্যান্ডের মাটিতে তিনি কী করবেন তা তো সময়ই বলবে। তবে শুভমন গিলের হাত ধরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল শুরুটা ভালভাবেই করতে পারবে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার মুরলী বিজয়।
এবারের আইপিএলে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেইজন্যই তো আইপিএলের মঞ্চে একাধিক পুরষ্কারও উঠেছিল তাঁর হাতে। একইসঙ্গে গুজরাত টাইটান্সের ফাইনাল পর্যন্ত পৌঁছনোর রাস্তাটাও গড়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে নিয়ে সকলের প্রত্যাশার পারদও চড়তে শুরু করেছে। এবারের আইপিএলে সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপও জিতে নিয়েছেন শুভমন গিল।
আইপিএলে ৮৯০ রান করেছেন শুভমন গিল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভারতীয় দলের ওপেনিংয়ে রোহিকত শর্মার সঙ্গে দেখা যাবে এই তরুণ ক্রিকেটারকে। ওপেনিংয়ে তিনি য়ে এই মুহর্তে ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তা বলার অপেক্ষা রাখে না। চলতি বছরে দেসের জার্সির হয়েও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এইঅ তরুণ ক্রিকেটার। এই বছরই একদিনের ক্রিকেটে যেমন দ্বিশতরান রয়েছে এই তরুণ ক্রিকেটারের। তেমনই বর্ডার গাভাসকর ট্রফিতে সেঞ্চুরীও করেছেন তিনি। সেজন্যই বিশ্ব টেস্ট চ্যাম্পি.নশিপের ফাইনালে নামার আগে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মুরলী বিজয়।
এই প্রসঙ্গে মুরলী বিজয় জানিয়েছেন, টি টোয়েন্টি ক্রিকেট সম্পূর্ণ আলাদা একটা ফর্ম্যাট। টেস্টের মঞ্চে প্রয়োজন অত্যন্ত শৃঙ্খলা। টেস্টের মঞ্চে সাফল্য পেতে হলে সেটাই সবেয়ে গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার। ভারতীয় ক্রিকেটে শুভমন গিল হলেন অন্যতম একজন উজ্জ্বল ক্রিকেটার। আমার বলতে কোনও দ্বিধা নেই যে পারফরম্যান্স তিনি দেখাচ্ছে শে, কয়েকমাস ধরে, তা অসাধারণ। যেটা প্রয়োজন রয়েছে তা বল ইংল্যান্ডের মাটিতে নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারা। তাহলেই ভারতীয় দল একটা সঠিক শুরু পাবে।
এবারের আইপিএলে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন শুভমন গিল। এবার আইঅপিেলে ৮৯০ রান করেছেন তিনি। সেইসঙ্গে রয়েছে তিনটি সেঞ্চুরী। আর তাতেই আপ্লুত সকলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও তিনি এই পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।