বিশ্বকাপের দলে যুজবেন্দ্র চাহালের থেকে কুলদীব যাদবকে এগিয়ে রাখছেন সঞ্জয় মঞ্জরেকর
আপডেট করা - Jul 1, 2023 4:23 pm
কয়েকদিন আগেই ওডিআই বিশ্বকাপের সূচী ঘোষণা করে দিয়েছে আইসিসি। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই ফর্ম্যাটের বিশ্বকাপ। সেখানেই ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের সূচী ঘোষণা হওয়ার পর থেকেই ভারতীয় দল গঠন নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। অগস্টের শেষেই প্রতিটি দলকে তাদের স্কোয়াড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা দেশ।
ঘরের মাঠে বিশ্বকাপের আসর। সেখানে খানিকটা হলেও যে ভারতীয় দল এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের মাটি বরাবরই স্পিন সহায়ক। বিশ্বকাপের মঞ্চেও যে সবকটি ভেন্যুতে স্পিনের আধিক্য থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে। এমন পরিস্থিতিতেই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলে কোন স্পিনারকে খেলানো উচিত্ তা নিয়েই মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে যুজবেন্দ্র চাাহালের পরিবর্তে কুলদীপ যাদবকেই খেলানো উচিত্।
আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করবে ভারতীয় দল
ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের রিস্ট স্পিনারের প্রয়োজনই সবচেয়ে বেশী রয়েছে বলে মনে করছেন তিনি। এছাড়া এবারের আইপিএলের দিকে নজর রাখলেই বোঝা যাবে যে কুলদীপ যাদব কতটা সফল হয়েছিল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেই সিদ্ধান্ত তো ভারতীয় টিম ম্যানেজমেন্টই নেবে শেষপর্যন্ত। তবে ঘরের মাঠে উইকেট তুলে নেওয়ার বিচারে কুলদীপ যাদবকেই এগিয়ে রাখছেন প্রা্ক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।
এই প্রসঙ্গে স়্জয় মঞ্জরেকর জানিয়েছেন, বহুদিন ধরেই ভারতীয় দলের ওডিআই স্কোয়াডের সদস্য যুজবেন্দ্র চাহাল। কিন্তু এই বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে রিস্ট স্পিনার হিসাবে কুলদীপ যাদবকেই এগিয়ে রাখছি যুজবেন্দ্র চাহালের থেকে। এখানে খানিকটা টেকনিক্যাল হয়েই কথা বলছি আমি। দলের এমন একজন স্পিনারকে চাই, যিনি প্রতিপক্ষ যখন আক্রমণাত্মক হবে সেই পরিস্থিতিতে উইকেট তুলে নিতে পারেন। যাতে প্রতিপক্ষ ব্যাটার বড় শট না নিতে পারে।
এখনও অবশ্য বেশ কয়েকমাস বাকি রয়েছে বিশ্বকাপ সুরু হওয়া থেকে। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এবারের আইপিএলে অবশ্য কুলদীপ যাদব ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন। শেষপর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে তাঁর জায়গা হয় কিনা সেটাই এখন দেখার।