ইনোসেন্ট কাইয়ার বিরুদ্ধে আপিল না করে স্পোর্টসম্যান স্পিরিটের পরিচয় দীপক চাহারের

Deepak Chahar
Deepak Chahar. ( image source: SONYLIV )

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে স্পোর্টসম্যান স্পিরিটের অসাধারণ এক পরিচয় দিলেন দীপক চাহার। মানকড় আউটের সুযোগ পেয়েও তা কাজে লাগালেন না তিনি। বরসং প্রতিপক্ষ ব্যাটার ইনোসেন্ট কাইয়াকে সাবধান করেই ছেড়ে দিলেন দীপক চাহার। ভারতের এই তরুণ ক্রিকেটারের এমন ব্যবহারে মুগ্ধ সকলে। নিয়ম তাকলেও, প্রতিপক্ষ ব্যাটারকে এমনভাবে আউট না করারই পক্ষপাতী দীপক চাহার।  বরং ইনোসেন্ট কাইয়াকে তাঁর ভুল মাঠেই ধরিয়ে দিলেন এই তরুণ ভারতীয় তারকা ক্রিকেটার।

চোট সারিয়ে জিম্বাবোয়ে সফর দিয়েই ভারতীয় দলে ফিরেছেন দীপক চাহার। সিরিজের শুরুটা কিন্তু বেশ ভালভাবেই করেছেন তিনি। প্রথম ম্যা্চেই তিন উইকেট তুলে নিয়ে নিজেকে প্রমাণ করেছেন এই তারকা ক্রিকেটার। যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য দ্বিতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তৃতীয় ম্যাচেই ফের ভারতীয় দলে ফিরেছিলেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার। এদিনই নিজের প্রথম ওভারে ইনোসেন্ট কাইয়ার বিরদ্ধে স্পোর্টম্যান স্পিরিটের পরিচয় দিলেন দীপক চাহার।

প্রথম ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছিলেন দীপক চাহার

ওভারের প্রথম বোলিং করতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলেন ইনোসেন্ট কাইয়া। মানকড় াউটের নিয়ম এখন রয়েছে ক্রিকেটে। সেই সময়ই নন স্ট্রাইকার ্ন্ডে থাকলেও, ক্রিজ থেকে নেকটাই বেড়িয়ে দাঁড়িয়েছিলেন জিম্বাবোয়ের ২১ বর্ষীয় ক্রিকেটার ইনোসেন্ট কাইয়া।  সেই চিত্র দেখার পর উইকেটের বেলও কিন্তু নাড়িয়ে দিয়েছিলেন দীপক চাহার। কিন্তু আউটের জন্য আপিল করেননি। বরং বন্ধুত্বপূর্ণভাবে ইনোসেন্ট কাইয়ারে সাবধান করতেই দেখা গিয়েছে তাঁকে।

দীপক চাহারের এমন ব্যবহারেই মুগ্ধ হয়েছেন সকলে। ক্রিকেট বাইশগজ থেকে এক অসাধারণ স্পোর্টম্যান স্পিরিটেরই বার্তা দিয়েছেন এদিন দীপক চাহার। এই মুহূর্তে ক্রিকেটের রুলবুকে মানকড় আউট কিন্তু একেবারেই আইনসিদ্ধ। অর্থাত্ উইকেট ভেঙে দিয়ে ,সেই পরিস্থিতিতে যদি দীপক চাহার আম্পায়ারের কাছে তাঁর আউটের আপিল করতেন, তবে আম্পায়ার কিন্তি আউট দিতে বাধ্যই হতেন। আি সেই সময় ইনোসেন্ট কাইয়াও কিন্তু ক্রিজের বাইরেই দাঁড়িেছিলেন।

কিন্তু দীপক চাহার সেই রাস্তাতে হাঁটেননি। আইপিএলের মঞ্চেই প্রথমবার এমন চিত্র দেখা গিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ের সময়। জস বাটলারের নন স্ট্রাইকার অন্ডে দাঁড়িয়ে থাকার সময়ই এমনভাবে তাঁকে আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধেও সেই একই সুযোগ পেয়েছিলেন দীপক চাহার। কিন্তু তিনি সেই রাস্তাতে হাঁটেননি।

প্রথম ম্যাচে তিন উইকেচ পাওয়ার পাশাপাশি এদিন সিরিজের শেষ ম্যাচেও উইকেট তুলেছেন তিনি। তাঁর পারফরম্যান্স দেখে বেশ সন্তুষ্টই হয়েছেন সকলে। দীপক চাহারের এমন কাজে সকলেই খুশি। সোশ্যাল সাইট জুড়ে সকলের মুখেই তাঁর প্রশংসা।