“হার্দিক দ্য বোলার ইজ ব্যাক”, সঞ্জু, বাটলার ও হেটমায়ারকে ফেরানোর পরই হার্দিকের প্রশংসায় হরভজন

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

অধিনায়ক, ব্যাটারের পর বোলার হিসাবেও আইপিএলে মাতিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের ফাইনালের মঞ্চে হার্দিক পান্ডিয়ার দুর্ধর্ষ বোলিং দেখে আপ্লুত হরভজন সিং। হার্দিক দ্য বোলার ব্যাক। টুইটারে হার্দিকের প্রসংসায় পঞ্চংমুখ হরভজন সিং। শুধু তিনিই নন, অগুন্তী হার্দিক ভক্তরাও এদিন তাঁর অসাধারণ স্পেন দেখে আপ্লুত হয়েছেন। দুর্ধর্ষ রাজস্থান রয়্যালসের সেরা তিন উইকেট তুলে নিয়ে একাই শেষ করে দিলেন এদিন রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইনআপকে।

এবারের আইপিএলে অলরাউন্ডার পারফরম্যান্স দেখালেও, হার্দিকের ব্যাটিং এবং অধিনায়কত্ব নিয়েই সবচেয়ে বেশী চর্চা ছিল সকলের মুখে। বোলার হার্দিক যে এখনও স্বমহিমাতেই রয়েছেন, সেটা ফাইনালের মঞ্চেই বুঝিয়ে দিলেন তিনি। বোধহয় ফাইনালের জন্যই বাঁচিয়ে রেখেছিলে এই পারফরম্যান্সটা। প্রথমে ব্যাটিং পাননি তারা। তাতে কী হয়েছে, বল হাতেই প্রতিপক্ষকে শেষ করে দিলেন হার্দিক পান্ডিয়া। সঞ্জু স্যামসন , জস বাটলার এবং শিমরন হেটমায়ার। সেরা তিন উইকেট তুলে নিয়ে গুজরাতের লড়াইটা একাই সহজ করে দিলেন তিনি।

৪ ওভারে ১৭ রান দিয়ে একাই ৩ উইকেট নেন হার্দিক পান্ডিয়া

আইপিএলের মঞ্চে ফাইনালের আগে নামা পর্যন্ত হার্দিক পান্ডিয়ার ঝুলিতে ছিল পাঁচটি উইকেট। কিন্তু ফাইনালের মঞ্চ সবসময়ই বড়  ক্রিকেটারের মঞ্চ। সেটা আরও একবার বোধহয় বুঝিয়ে দিলেন হার্দিক। প্রতিপক্ষে যে ব্যাটারদের নিয়ে সবচেয়ে বেশী কথা চলছিল ক্রিকেট মহলে। সেই তিন সেরা তারকাকে সাজঘরে ফিরিয়েই এদিন ম্যাচের রাশ গুজরাতের টাইটান্সের দখলে এনে দেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মাত্র ১৭ রান দিয়ে একাই নেন ৩ উইকেট। আর তা দেখেই আপ্লুত হরভজন সিং। বোলার হার্দিকের প্রত্যাবর্তন দেখে আপ্লুত তিনি। তিনি লেখেন, বোলার হার্দিকের প্রত্যাবর্তন। অসাধারণ স্পেল অধিনায়ক।

শুধু হবঝন সিং একাই নন। অুগুন্তী হার্দিক ভক্তরাও এদিন তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। সঞ্জু স্যামসন মাঠে এসে যখন খানিকটা আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করছিলেন, সেই সময়ই হার্দিক এসে তাঁকে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দেন। এর কিছুক্ষণ পরই আরেক বিধ্বংসী ব্যাটার জস বাটলারকেও ফিরিয়ে দেন তিনি। যদিও তখনও কিন্তু গুজরাত টাইটান্স পুরোপুরি স্বস্তিতে ছিল না। ক্রিজে টিকে ছিলেন শিমরন হেটমায়ার।

হার্দিকের দাপটের সামনে অবশ্য তিনিও বেশীক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। মাত্র ১৭ রান দিয়ে এদিন একাই ৩ উইকেট নিয়ে ম্যাচের মোর ঘুরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত থেকে এমন বোলিং দেখে সকলেই মুগ্ধ।