ভবিষ্যতে রোহিত শর্মাকে চেন্নাই সুপার কিংসে দেখতে চান অম্বাতি রায়াডু

MS Dhoni and Rohit Sharma
MS Dhoni and Rohit Sharma. (Image Source: IPL/BCCI)

ভবিষ্যতে কী হবে তা এখনই বলা  সম্ভব নয়। তবে এই আইপিএল শুরু হওয়ার আগেই নিজের প্রত্যাশার কতা সকলের সামনে আনলেন অম্বাতি রায়াডু। এমএস ধোনি পরবর্তী চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকে দেখতে চান অম্বাতি রায়াডু। তাঁর মতে এবারই যদি শেষবারের মতো আইপিএল খেলেন এমএস ধোনি, তাঁর জায়গায় আসন্ন মরসুমে রোহিত শর্মাকে চেন্নাই সুপার কিংসের দায়িত্বে দেখার অপেক্ষাতেই রয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। শেষপর্যন্ত আদৌ সেটা হয় কিনা সেটাই দেখার অপেক্ষাতে রয়েছেন সকলে।

শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। আইপিএলের মঞ্চে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখন রোহিত শর্মার সঙ্গে এক আসনে রয়েছেন এমএস ধোনি।  শোনাযাচ্ছে এই মরসুমই নাকি শেষবারের মতো আইপিএলের মঞ্চে নামতে চলেছেন এম এস ধোনি। যদিও তিনি নিজে কিছুই বলেননি এই প্রসঙ্গে। তবে ক্রিকেটমহলে এই প্রসঙ্গে এখন চর্চা তুঙ্গে রয়েছে। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।

মুম্বই ইন্ডিয়ান্সে এবার রোহিত শর্মার পরিবর্তে অধিনায়ক হার্দিক পান্ডিয়া

এবারের আইপিএল শুরু হওয়ার আগেই রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে রিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই জায়গাতেই মুম্বই ইন্ডিয়ান্সের এখন নতুন অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মাকে সরানো নিয়েও কম জল্পনা চলেনি। যদিও এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সেই রয়েছেন। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অম্বাতি রায়াডুর ইচ্ছা কিন্তু অন্যরকমই। আগামী মরসুমে ধোনিক জায়গায় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকেই দেখতে চাইছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। ২০২৫ সালে অবশ্য আইপিএলের মেগা নিলাম হতে চলেছে। সেখানে রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন।

এই প্রসঙ্গে অম্বাতি রায়াডু জানিয়েছেন, ভবিষ্যতে চেন্নাই সুপার কিংসের হয়ে রোহিত শর্মাকে খেলতে দেখতে চাই। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন। চেন্নাইয়ের হয়ে খেলে সেখানেও রোহিত শর্মা চ্যাম্পিয়ন হলে আমি অত্যন্ত খুশি হব। নেতৃত্বের বিষয়টা অবশ্য সম্পূর্ণ তাঁর ওপরই নির্ভরশীল। সেই দায়িত্বটা সম্পূর্ণ তাঁর ওপরই নির্ভর করবে। তিনি অধিনায়কের দায়িত্ব নেবেন নাকি নেবেন না।

গত রবিবারই ২০২৫ সালের আইপিএলের জন্য মেগা নিলামের কথা ঘোষণা করেছিলেন অরুণ ধুমাল। সেখানে মুম্বই ইন্ডিয়ান্স যদি রোহিত শর্মাকে ছেড়ে দেয় তাহলে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। সেইসঙ্গে রোহিত শর্মাকে যদি চেন্নাই সুপার কিংস তাদের দলে নেয় সেখানেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।