সুনীল গাভাস্কার মনে করেন পাকিস্তান ভারতকে পিষে দিয়েছে

তিনি আশা করেন ভারত নিজেদের ভুল শুধরে নিয়ে ঘুরে দাঁড়াবে

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বিরাট কোহলির ভারতকে প্রথম ম্যাচেই টেনে মাটিতে নামিয়ে দিয়েছেন বাবর আজমরা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভারতকে ১২ গোল দিলেন তাঁরা। বিশ্বকাপের মঞ্চে ১২ বারের হারের বদলা নিল পাকিস্তান। ১৫২ রান তাড়া করতে নেমে মাত্র ১৭.৫ ওভারেই একটিও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। গতকালই এই প্রথমবার পাকিস্তান কোন বিশ্বকাপের ম্যাচে ভারতকে পরাজিত করল।

ভারতের ১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানই ভারতের হাত থেকে ম্যাচ নিয়ে বেরিয়ে গেলেন। সর্ব শক্তি দিয়ে চেষ্টা করেও ব্যর্থ বুমরা, শামি, ভুবনেশ্বররা। বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাডেজাদেরকেও অনায়াসে মাঠের বাইরে পাঠালেন বাবররা। লেগ স্টাম্পের বাইরে বল, শর্ট পিচ বল করে মার খেয়েও যেন নিজেদের শোধরাতে পারলেন না ভুবনেশ্বররা। হিসাব করে প্রতি ওভারে রান করা চালিয়ে গেছেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান।

ভারতের এই হার নিয়ে ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার জানিয়েছেন পাকিস্তান ভারতকে একবারে পিষে ফেলেছে। তার মতে, ‘এ হার কেবল বড় হারই নয়, ভারতের দিক থেকে বিবেচনা করলে তা একদম পিষিয়ে দেওয়ার মত।’

তবে এতকিছুর পরেও ভারতের ফিরে আসার সুযোগ দেখছেন গাভাস্কার। তার মতে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ভালো করার সুযোগ এখনও আছে ভারতের সামনে। তিনি জানান, ‘আশা করি ভারত দ্রুতই নিজেদের ভুল শুধরে নেবে কারণ তা খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তান ম্যাচে কী হয়েছে তা দ্রুতই ভুলে যেতে হবে তাদেরকে এবং সামনের ম্যাচগুলোতে পূর্ণ মনোযোগ দিতে হবে।’

যেভাবে পাকিস্তান জিতল তারপর সবাই এখন থেকে ওদের খেলার দিকে নজর রাখবে: আশিস নেহরা

পাকিস্তানের এই জয়ের পর প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরার মনে হয়েছে এখন থেকে এই বিশ্বকাপে পাকিস্তান বাকিদের সমীহ আদায় করে নেবে।

“পাকিস্তানের শক্তি সম্বন্ধে অবহিত না হয়ে যারা ইতিমধ্যেই সেমিফাইনালের দৌড় থেকে পাকিস্তানকে বাইরে রেখে দিয়েছিল তারা পাকিস্তানকে অবমূল্যায়ন করছিল। কথা হচ্ছে টি-টোয়েন্টি নিয়ে। এই পুলে তিনটি  শক্তিশালী দল আছে – ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। কিন্তু টি-২০তে যে কোন দল যে কোন দলকে হারাতে পারে। যেভাবে পাকিস্তান জিতল তারপর সবাই এখন থেকে ওদের খেলার দিকে নজর রাখবে।”