টি২০-তে বিশ্বসেরা হতে অস্ট্রেলিয়ার চাই ১৭৩ রান, দুরন্ত ইনিংস ক্যাপ্টেন কেনের

Kane Williamson
Kane Williamson. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

টি-২০ বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৭৩ রান। দুবাইয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে নেমে নির্ধারিত ২০ ওভারে নিউ জিল্যান্ড করল ৪ উইকেটে ১৭২ রান। অস্ট্রেলিয়া যদি আজ জিতে যায়, তাহলে টি-২০ বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড হবে। দুই দেশের যেই এই ফাইনালে জিতুক, তারাই হবে টি-২০ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।

দুবাইয়ের পিচে প্রথমে ব্যাট করে ১৭২ রান করে জয়ের ব্যাপারে ৫৫ শতাংশ নিশ্চিত থাকা যায়, বলে বিশেষজ্ঞরা বলছেন। অনেক কিছু নির্ভর করছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা চাপের মুখে কেমন খেলবেন তার ওপর। পাশাপশি কিউ স্পিনার ইশ সোধি এমন একটা  শুকনো পিচে কতটা ম্যাজিক দেখান সেটাও ফাইনালের ভবিষ্যত নির্ভর করছে।

প্রথম ৪৮ বলে ৮৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন কেন উইলিয়ামসন। সেঞ্চুরিটা যখন মনে হচ্ছিল নিশ্চিত, তখনই হ্যাজেলবউডের বলে ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাপ্টেন কেন আউট হয়ে যান। ইনিংসের তখনও ১৩টা বল বাকি ছিল। ১০টা বাউন্ডারি, ৩টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল কেনের ইনিংস। মার্টিন গুপ্তিল ২৮ রান করেন। শেষের দিকে ৭ বলে ১৩ রানের অপরাজিত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জিমি নিশাম। তবে কিউই ইনিংসের ভাল জায়গায় দাঁড় করানোর সব কৃতিত্বই কেন উইলিয়ামসনের। কেনের আক্রমণে মিচেল স্টার্কের মত তারকা পেসার ৪ ওভার বল করে দেন ৬০ রান। তবে অপর অজি পেসার হ্যাজেলউড দারুণ বোলিং করেন। হ্যাজেলউড ১৬ রান দিয়ে নেন ৩টি উইকেট।

এদিনই আবার অনন্য নজির নিউজিল্যান্ড গড়লেন অধিনায়ক কেন উইলিয়ামসন। একই নজির গড়লেন কিউই পেসার ট্রেন্ট বোল্টও। ২০১৯ ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ডের এই দুই তারকা ক্রিকেটার। এর পর এই বছরের জুনে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। এবং সেই ফাইনাল কিউয়িরা জিতেছে।