বাংলাদেশকে হারিয়ে স্কটল্যান্ডের ম্যাচের নায়ক কী বললেন শুনুন

Chris Greaves
Chris Greaves. (Photo by HAITHAM AL-SHUKAIRI/AFP via Getty Images)

টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই অঘটন। বাংলাদেশকে ৬ রানে হারিয়ে দিল স্কটল্যান্ড। ম্যাচের আগে স্কটল্যান্ড কোচের হুঙ্কার যে শুধু মাত্র কথার কথা নয় সেটা প্রমাণ করে দিল দলের ছেলেরা মাঠে নেমেই। শুরুতে অবশ্য পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্কটল্যান্ড, কিন্তু ম্যাচের হাল ধরেন গ্রিফস। গ্রিভসের করা ৪৫, মুন্সের ২৯ এবং ওয়াটের ২২ রানে ভর করে বোর্ডে তারা ১৪০ রান তুলতে সমর্থ হয়। স্কটিশদের দেওয়া ১৪১ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৩৪ রান করতে সমর্থ হয়। ফলে ৬ রানে পরাজয় স্বীকার করতে হয় টাইগারদের। শাকিব ২০, মুশফিকুর ৩৮, মাহমুদুল্লাহ ২৩ এবং আফিফ হুসেন ১৮ রান করলেও বাংলাদেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি।

ম্যাচ শেষে স্কটদের জয়ের নায়ক ক্রিস গ্রিভসের জানান, ‘কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জেতার আনন্দ আলাদা।’ ম্যাচ শেষে সেরা ক্রিকেটারের পুরস্কার নেওয়ার পরে গ্রিভস বলেন, ‘আমরা একটা সময় ভীষণ কঠিন পরিস্থিতিতে ছিলাম। সব সময় পরিস্থিতি তোমার পক্ষেও যায়না। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জেতার আনন্দটাই আলাদা। আমি খুশি যে আমিই সেই ব্যক্তি যে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বোর্ডে রান ওঠার পরে আমাদের মাথায় এটাই ছিল যে, বল হাতে লড়াই করার মতন একটা রান আমরা করেছি। এ বার সেটাকে ডিফেন্ড করতে হবে। অসাধারণ ম্যাচ ছিল। দিনটা আমার ছিল। আমি খুশি যে দলের জয়ে আমার ভূমিকা রয়েছে। আশা করি, ভবিষ্যতে এমন আরও অনেক ভাল দিন আমাদের জন্য অপেক্ষা করছে।’

প্রসঙ্গত, ম্যাচের দু’দিন আগেই স্কটল্যান্ডের কোচ শেন বার্গারের দাবি ছিল দাবি ছিল, নিজেদের সেরাটা দিয়ে খেললে বাংলাদেশকে তাঁরা নিশ্চিত ভাবে হারাতে পারবেন। স্কটল্যান্ড অধিনায়ক কোয়েতজারের নেতৃত্বে ছেলেরা ওমানের আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে বাস্তবে সেই কথা রাখলেন বলাই যায়।