আইসিসি টূর্নামেন্ট জেতার ব্যাপারে দ্রাবিড়-রোহিত জুটিতে ভরসা রাখছেন গৌতম গম্ভীর

২০১৩-র পর থেকে ভারত একটিও বিশ্বপর্যায়ের টূর্নামেন্ট জেতেনি

Gautam Gambhir
Gautam Gambhir. (Photo Instagram)

প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর আশাবাদী যে রোহিত শর্মার নেতৃত্বে এবং রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে আইসিসি টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার ভাগ্যের চাকা ঘোরাতে পারবে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মেন ইন ব্লু ছয় বছরে তিনটি আইসিসি ট্রফি জিতেছিল – ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ৫০-ওভারের বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি। যার মধ্যে প্রথম দুটি টূর্নামেন্ট জেতার ক্ষেত্রে গৌতম গম্ভীরের অবদান অনস্বীকার্য। কিন্তু ২০১৩-র পর থেকে বৈশ্বিক টূর্নামেন্টে ভারতের জন্য শুধুই হতাশা।  

পরবর্তী টূর্নামেন্টগুলিতে ভারত বেশ কিছু ম্যাচে ভালো পারফর্ম করলেও, নক-আউট ম্যাচে এসে বিপক্ষের কাছে এসে পর্যুদস্ত হয়েছে। ভারত ২০১৪ টি-২০ বিশ্বকাপ এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরেছে। ২০১৫ ৫০-ওভারের বিশ্বকাপ, ২০১৬ টি-২০ বিশ্বকাপ এবং ২০১৯ ৫০-ওভারের বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। বারবার তীরে এসে তরী ডোবার কারণে বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এবং প্রধান কোচ রবি শাস্ত্রী প্রায়ই সমর্থক ও ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েছেন।  

বর্তমানে ধারাভাষ্যকার গম্ভীর বলেছেন যে রোহিত-দ্রাবিড় জুটি সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের পন্থা অনুসরণ করতে পারে। এই পথে চললে আইসিসি মেগা ইভেন্টে আবার ভারতের সাফল্যের মুখ দেখার সম্ভাবনা বাড়বে বলেই মনে করেন গম্ভীর।

গৌতম গম্ভীরের মত

স্টার স্পোর্টসে গম্ভীর বলেছেন, “আমি আশা করি রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় এই ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে এবং ইংল্যান্ডের প্রণালী অনুসরণ করে খুব শীঘ্রই একটি আইসিসি টুর্নামেন্ট জিতবে।”

এই মাসের শুরুতে, দ্রাবিড়কে ভারতের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ দিয়ে তিনি দায়িত্ব শুরু করতে চলেছেন। ২০১৭ থেকে ভারতের জাতীয় কোচ হিসেবে কাজ করে চলা শাস্ত্রীর ২০২১ টি-২০ বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ শেষ হতে ছলেছে।

ভারতীয় দল ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে তাদের অভিযান শুরু করার পর টূর্নামেন্টের পরের পর্বে যাওয়া ভারত কঠিন করে তুলেছিল। শেষ ভরসা হিসেবে বাকি ছিল আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে আফগানিস্তানের জয়। কিন্তু আফগানরা ম্যাচ হারায় ভারতের সেমিফাইনালে যাওয়ার সব আশাই ভেস্তে যায়। আজ ৮ই নভেম্বর সোমবার নামিবিয়ার বিপক্ষে তাদের শেষ এবং চূড়ান্ত সুপার ১২-র খেলাটি নিছকই নিয়মরক্ষার। 

টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিরাট কোহলির আজকেই শেষ ম্যাচ হতে চলেছে।।

দিনকয়েক আগে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বও ত্যাগ করেছিলেন। কোহলি ২০১৭ সাল থেকে ভারতের পূর্ণ-সময়ের সীমিত ওভারের অধিনায়কের দায়িত্ব নেন। ধোনির অবসর নেওয়ার পর ডিসেম্বর ২০১৪ থেকে টেস্ট ক্রিকেটেও ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ৩৩ বছর বয়সী ব্যাটার।

আন্তর্জাতিক টি-২০তে অধিনায়ক হওয়ার দৌড়ে রোহিত শর্মা এগিয়ে থাকলেও এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এই ব্যাপারে।