টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ ম্যাচ ১৫, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

স্পিন বোঝাই বোলিং আক্রমণ কার্যকর হতে পারে শারজায়

Dasun Shanaka and Mahmudullah
Dasun Shanaka and Mahmudullah. (Photo Source: Getty Images)

প্রথম রাউন্ড থেকে কোয়ালিফাই করা দুই দল আজ মুখোমুখি হচ্ছে। প্রথম রাউন্ডের ৩টি ম্যাচেই জয় লাভ করে শ্রীলঙ্কা ভালোই ছন্দে। অন্যদিকে শাকিবের দাপটে বাংলাদেশকে শেষ দুটি ম্যাচে অপ্রতিরোধ্য দেখিয়েছে। শারজার স্লো পিচে কার্যকর হতে পারে দুই দলের স্পিনাররা। শারজায় হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচের সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কা

পাথুম নিসাঙ্কা, কুসাল জানিথ পেরেরা (উইকেটকিপার), চরিথ আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুষ্মান্থা চামিরা, আকিলা দানঞ্জায়া, লাহিরু কুমারা।

বাংলাদেশ

মহম্মদ নাইম, লিটন দাস,শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মাহেদি হাসান, মহম্মদ সইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। 

ফ্যান্টাসি ক্রিকেটে কাদের নেওয়া উচিত

ব্যাটার

পাথুম নিসাঙ্কা – শ্রীলঙ্কার টপ অর্ডার এই টূর্নামেন্টে রানের মধ্যে না থাকলেও ডান হাতি ব্যাটার তাদের মধ্যে ব্যতিক্রম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৬১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। 

মহম্মদ নাইম – বাংলাদেশের অন্যতম ধারাবাহিক ব্যাটার ২৪টি আন্তর্জাতিক টি-২০ খেলে ৬৩৪ রান করেছেন ২৭.৫৬ গড়ে।

অলরাউন্ডার 

শাকিব আল হাসান – এখনো অবধি এই টূর্নামেন্টের সর্বোৎকৃষ্ট ক্রিকেটার। বিগত দুটি ম্যাচেই প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। ৩ ম্যাচে ১০৮ রান করেছেন, উইকেট নিয়েছেন ৯টি।

ওয়ানিন্দু হাসারাঙ্গা – আয়ারল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা ৮ রানে ৩ উইকেট হারিয়ে যখন চাপে তখন পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭১ রান করে দলকে উদ্ধার করেন। এখনো অবধি ৩ ম্যাচে রান করেছেন ৭১, উইকেট নিয়েছেন ৬টি।

বোলার 

লাহিরু কুমারা – আগুনে পেসের সামনে অনেক ব্যাটারকেই কুপোকাত করেছেন। ৩ ম্যাচে ৩.৬১ ইকোনমি রেটে ৭ উইকেট নিয়েছেন, সেরা বোলিং ৭/৩। 

মুস্তাফিজুর রহমান – ইকোনমি রেট ৮.৫-এর উপরে হলেও বাংলাদেশের যখনই উইকেটের প্রয়োজন পড়েছে তিনি উইকেট তুলে দিয়েছেন। ৩ ম্যাচে পেয়েছেন মোট ৬ উইকেট। শারজার পিচে তাঁর অফ কাটার কার্যকরী হতে পারে। 

উইকেটকিপার

কুসাল জানিথ পেরেরা – বিধ্বংসী ওপেনার পেরেরা তাঁর কেরিয়ারে ৫৫টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ১৪৬০ রান করেছেন ১৩২.২৪ স্ট্রাইক রেটে। 

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

পাথুম নিসাঙ্কা, কুসাল জানিথ পেরেরা, মহম্মদ নাইম, ভানুকা রাজাপাকসা, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মাহমুদউল্লাহ, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা, মুস্তাফিজুর রহমান।