শিঁকে ছিড়ল শার্দুল ঠাকুরের, অক্সার প্যাটেলের পরিবর্তে টি-২০ বিশ্বকাপে খেলবেন

Shardul Thakur
Shardul Thakur. (Photo by Ryan Pierse/Getty Images)

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেন পেসার-অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ইংল্যান্ড সফরে ব্যাট বলে নজর কাড়ার পরেও টি টোয়েন্টি বিশ্বকাপে শার্দুলকে স্কোয়াডে না রেখে রিজার্ভ রাখা হয়েছিল। কিন্তু এবার তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হল। তবে শার্দুলের দলে জায়গা পাওয়ার চেয়ে বেশ অবাক করা তিনি কার জায়গায় দলে ঢুকলেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভাল খেলা অক্সর প্যাটেলের জায়গায় দলে নেওয়া হল শার্দুলকে। অক্সরের চোট মারাত্মক নয়, আজও তিনি কেকেআর-এর বিরুদ্ধে কোয়ালিফায়ার টু-তে খেলছেন। অক্সারকে এখন রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। অথচ শোনা যাচ্ছিল আইপিএলে বল না করায় পেসার অলরাউন্ডার স্লটে হার্দিক পান্ডিয়ার জায়গায় শার্দুল ঠাকুরকে নেওয়া হবে। কিন্তু শেষ অবধি স্পিনার অলরাউন্ডার অক্সরের জায়গায় স্কোয়াডে ঢুকলেন শার্দুল।

এদিকে, ভেঙ্কটেশ আয়ার, আবেশ খানের পর আরও ছ জনকে বিশ্বকাপের জন্য ভারতীয় দলের সঙ্গে রেখে দেওয়া হচ্ছে। তারা হলেন কর্ণ শর্মা, উমরন মালিক, হর্ষল প্যাটেল, লুকমান মেরিওয়ালা, শাহবাজ, কে গোথাম।

আইসিসি টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলাগুলি শুরু আগামী রবিবার ১৭ অক্টোবর থেকে। দুটি গ্রুপ থেকে মোট দুটি করে দল পৌঁছাবে সুপার টুয়েলভে। তার আগে গতকাল থেকেই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে পড়েছে। বাংলাদেশকে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। আইপিএল শেষ হলেই ভারতীয় দলও টি ২০ বিশ্বকাপ অভিযানে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ২৪ অক্টোবর।

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবীচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা, ভূবনেশ্বর কুমার, মহম্মদ শামি।

স্ট্যান্ডবাই: শ্রেয়স আয়ার, দীপক চাহার, অক্সার প্যাটেল।

কোচ: রবি শাস্ত্রী। মেন্টর: মহেন্দ্র সিং ধোনি