বিরাটদের টি২০ বিশ্বকাপে বিপর্যয় নিয়ে বড় কথা বললেন সৌরভ গাঙ্গুলি

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images)

ক দিন আগেই সংযুক্ত আরবআমিরশাহিতে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয় ভারতের। ফেভারিট হিসেবে খেলতে নেমে বিরাট কোহলির দল শুরুতেই সুপার ১২ পর্ব থেকে বিদায় নেয়। টি টোয়েন্টি বিশ্বকাপে ২০২১-এ সুপার পর্ব যে দুটি বড় দেশ ছিল তাদের কাছে খুব খারাপভাবে হারে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে টিম ইন্ডিয়া হারে ১০ উইকেটে। তারপর দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে একেবারে ব্যাটিং করে আরও একটা জঘন্য হারের মুখে পড়ে। এরপর আফগানিস্তান, স্কটল্যান্ড, নামিবিয়ার মত দেশের বিরুদ্ধে জিতলেও সেমিফাইনালে উঠতে পারেননি বিরাটরা। সুপার ১২-তেই শেষ হয়েছিল ভারতের অভিযান। বিরাটদের সেই ব্যর্থতা নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

সৌরভ বললেন, ” সাম্প্রতিক কালে ভারতের সবচেয়ে খারাপ পারফরম্যান্স হল ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপ।” সৌরভ বলছেন, ‘গত চার-পাঁচ বছরের মধ্যে আমাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে। আমায় একটু হতাশই হয়েছি যেভাবে আমরা বিশ্বকাপটা খেলেছিলাম।” দাদা এরপর যোগ করেন, ” সত্যি বলতে ২০১৭ ও ২০১৯-এ আমরা ভাল খেলেছিলাম। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমরা ওভালে হারলেও টুর্নামেন্টে আমরা ভাল খেলেছিলাম। সেই বিশ্বকাপে আমি ধারাভাষ্যকার হিসেবে কাজ করি। এরপর ২০১৯ বিশ্বকাপে আমরা পুরো টুর্নামেন্ট দারুণ খেলি। প্রায় সবাইকে হারিয়ে একটা খারাপ দিনের জন্য আমরা সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হেরে যাই। কিন্তু ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা দুটো আসল ম্যাচেই একেবারে খারাপ খেলি।”

বিরাট কোহলিদের এই বিপর্যয়ের কারণ কী? সৌরভ বলছেন, ” সেটা আমি জানি না। তবে আমার মনে হয় আমাদের ক্রিকেটাররা নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারেনি। পাকিস্তান আর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আমাদের দল ১৫ শতাংশ দিতে পেরেছিল কিছু সময় থাকে যেখানে এটার জন্য কারও ওপর দোষ দেওয়া যায় না।