মাত্র ২৩ বলে ৫০ রানে পৌঁছে ভারতীয় হিসেবে দ্রুততম টি-২০ হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

কমনওয়েলথ গেমস সেমি-ফাইনালে স্মৃতি ৩২ বলে ৬১ রানের ইনিংসে খেলেন

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo by Alex Davidson/Getty Images)

টিম ইন্ডিয়া কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথমবারের মতো মহিলা ক্রিকেট সেমিফাইনাল খেলেছিল। স্মৃতি মান্ধানা বার্মিংহ্যামের এজব্যাস্টন ক্রিকেট গ্রাউন্ডে উইমেন ইন ব্লুকে একটি স্বপ্নের সূচনা এনে দিয়েছিলেন। শনিবার (৬ আগস্ট) হরমনপ্রীত কউর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর, মান্ধানা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলেছিলেন।

ভারতীয় সহ-অধিনায়ক মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতীয় মহিলা ব্যাটারদের মধ্যে দ্রুততম ৫০ রান সম্পূর্ণ করার রেকর্ড গড়েছেন এর ফলে। উল্লেখ্য, মান্ধানা তাঁর নিজেরই ২৪ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন, যা তিনি করেছিলেন ২০১৯-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। মহিলাদের ক্রিকেট ইতিহাসে ভারতীয়দের তৃতীয় দ্রুততম টি-২০ হাফ সেঞ্চুরিটিও মান্ধানার। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে করা সেই হাফ সেঞ্চুরিটি এসেছিল ২০১৮ সালে।

ভারতের হয়ে টি-২০তে দ্রুততম হাফ সেঞ্চুরি

২৩ বল – স্মৃতি মান্ধানা বনাম ইংল্যান্ড [২০২২]

২৪ বল – স্মৃতি মান্ধানা বনাম নিউজিল্যান্ড [২০১৯]

২৫ বল – স্মৃতি মান্ধানা বনাম ইংল্যান্ড [২০১৮]

মান্ধানার ইনিংসের সৌজন্যে লড়াকু স্কোর খাড়া করেছে ভারত

শাফালি ভার্মার সাথে ৭.৫ ওভারে ৭৬ রানের ওপেনিং জুটি গড়েন মান্ধানা। শাফালি যদিও তাঁর চেনা ছন্দে খেলতে পারেননি এবং ১৭ বলে ১৫ রান করে আউট হন। ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সিভারের বলে ফাইন লেগের উপর দিয়ে স্কুপ করতে গেলে শর্ট ফাইন লেগে দাঁড়ানো ইসি ওয়ংয়ের হাতে ক্যাচ দেওয়ার ফলে মান্ধানার ৩২ বলে ৬১ রানের ইনিংসটি শেষ হয়।

বাঁ-হাতি ওপেনার টুর্নামেন্টে তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন এবং এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও হাফ সেঞ্চুরি করেছিলেন। মান্ধানার ৪২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসটি ভারতকে প্রতিবেশী দেশের মহিলাদের বিরুদ্ধে আট উইকেটের বিশাল জয় অর্জন করতে সাহায্য করেছিল।

নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। হরমানপ্রীতের নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়ার কাছে হৃদয়বিদারক তিন উইকেটের পরাজয়ের মধ্য দিয়ে তাদের অভিযান শুরু করেছিল। পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করার পর মিনোস বার্বাডোসকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। মান্ধানার বিস্ফোরক ইনিংসের পর ভারতের ইনিংস মন্থর গলেও জেমাইমা রড্রিগেসের ৩১ বলে অপরাজিত ৪৪ রানের সৌজন্যে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রানের প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর খাড়া করে।