জেমাইমা, রেণুকার দাপটে বার্বাডোসকে ১০০ রানে হারিয়ে কমনওয়েলথ গেমসের সেমি-ফাইনালে ভারত

রেণুকা ৪ উইকেট নেওয়ার আগে জেমাইমা ৫৬* রান করেন

Renuka Singh Thakur. (Photo by Alex Davidson/Getty Images)

বুধবার, ৩রা অগাস্ট বার্মিংহ্যামের এজব্যাস্টনে বার্বাডোসের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচে ১০০ রানে জয়ের মাধ্যমে ভারতীয় মহিলারা কমনওয়েলথ গেমস ২০২২-এর মহিলা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। আরও গুরুত্বপূর্ণ হল, এই জয়ের ফলে ভারতীয় দল পদক প্রাপ্তির দিকে আরও এক ধাপ এগোল।

উইমেন ইন ব্লু তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাকে দ্বিতীয় ওভারে হারালেও শাফালি ভার্মা ও জেমাইমা রড্রিগস ইনিংস গড়ার কাজ করেন এবং দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে শাফালি (২৬ বলে ৪৩) আউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৯ ওভারে ৭৬ রান উঠে গিয়েছিল। তারপরে ভারতীয় ব্যাটিংয়ে ধ্বস নামে এবং পরের ওভারেই গোল্ডেন ডাকে আউট হন অধিনায়ক হরমনপ্রীত। কমনওয়েলথ গেমসে প্রথম সুযোগ পাওয়া উইকেটকিপার তানিয়া ভাটিয়া তাঁর ১৩ বলে ৬ রানের ইনিংসে একবারের জন্য স্বাচ্ছন্দ্যে ছিলেন না।

২৫ বলের ব্যবধানে মাত্র ১৬ রান যোগ করে তিন উইকেট হারানোর পরে ভারতের হয়ে ছয়ে ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা। শুরুতে তিনি সময় নিলেও সেট হয়ে যাওয়া জেমাইমা আক্রমণ করতে থাকেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের দিনের সেরা বলার শাকেরা সেলমানের (চার ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট) স্পেল শেষ হতেই ওয়েস্ট ইন্ডিজের বাকি বোলাররা চাপ দিতে ব্যর্থ হন। জেমাইমা ও দীপ্তির যৌথ আক্রমণে শেষ ৫ ওভারে ভারত ৫৮ রান তোলে। জেমাইমার ৪৬ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসকে যোগ্য সহায়তা দেন দীপ্তি শর্মা (২৮ বলে ৩৪*)। দুই ব্যাটারের অনবদ্য প্রয়াসে ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রানের বড় স্কোর তুলতে সক্ষম হয়।

রেণুকা সিং ঠাকুরের ঘাতক বোলিংয়ে তছনছ বার্বাডোসের ব্যাটিং

সেমি-ফাইনালে পৌঁছনোর জন্য বার্বাডোসকে জিততেই হত, কিন্তু প্রথম ওভারেই তারা নির্ভরযোগ্য ব্যাটার ডিয়্যান্ড্রা ডটিনের উইকেট হারায়। জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ডটিন রেণুকা সিং ঠাকুরের বলে কভারের উপর দিয়ে আগ্রাসী শট খেলার চেষ্টা করেন, যদিও বল তাঁর লেগ স্টাম্প ছিটকে দেয়। ৩ বলে শূন্য রানে আন্তর্জাতিক কেরিয়ার শেষ করলেন ডটিন। তারপর থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে বার্বাডোস। পাওয়ারপ্লের ভিতরেই আরও তিনটি উইকেট হারায় তারা এবং সব কটি উইকেটই শিকার করেন রেণুকা। 

তরুণ পেসার রেণুকা তাঁর চার ওভারের স্পেল শেষ করেন ১০ রান দিয়ে ৪টি মূল্যবান উইকেট নিয়ে। টপ অর্ডার হারানোর পর বার্বাডোসের পক্ষে ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি এবং তাদের কোন ব্যাটারই আশ্চর্যজনকভাবে আগ্রাসী শট খেলার চেষ্টাও করেননি। শেষ অবধি ২০ ওভার পুরো ব্যাটিং করে ৬২/৮-এ থামে বার্বাডোসের ইনিংস এবং ভারত ১০০ রানের বিশাল ব্যবধানে জিতে গ্রুপ ‘এ’-র দ্বিতীয় দল হিসেবে কমনওয়েলথ গেমসের সেমি-ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে। 

ভারত সেমি-ফাইনালে পৌঁছনোর পরে টুইটারের প্রতিক্রিয়া