কমনওয়েলথ গেমস মহিলাদের টি২০ ২০২২, স্বর্ণ পদক ম্যাচ: ভারত বনাম অস্ট্রেলিয়া, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

সোনার পদকের লক্ষ্যে নামছে হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন দল

India beat England
Team India. (Image Source: Twitter)

কমনওয়েলথ গেমস ২০২২-এর মহিলা ক্রিকেট ইভেন্টের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার মহিলা দল মুখোমুখি হচ্ছে ভারতের মহিলা দলের৷ অস্ট্রেলিয়ান দল এই বছরের শুরুর দিকে মহিলাদের ওডিআই বিশ্বকাপে শিরোপা জিতেছিল এবং আরও একটি শিরোপা জয়ের লক্ষ্যে ভারতকে চ্যালেঞ্জ জানাতে তৈরী। মেগ ল্যানিং, বেথ মুনিদের মতো অভিজ্ঞরা ছাড়াও টালিয়া ম্যাকগ্রা, অ্যালানা কিং যে কোন দিন ম্যাচ জেতাতে পারেন। ভারতের বিরুদ্ধে আগের ম্যাচে অ্যাশলেই গার্ডনার বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।

অন্যদিকে, ভারত প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে একটি থ্রিলারে জড়িত ছিল এবং শেষ অবধি ৪ রানে জয়লাভ করে। স্মৃতি মান্ধানা দুর্দান্ত ফর্মে আছেন, সেই সঙ্গে পরপর দুই ম্যাচে জেমাইমা রড্রিগেস রান পেয়েছেন। রেণুকা সিং ঠাকুর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে চার উইকেট নিয়েছিলেন এবং আবারও সেই একই পারফর্ম্যান্স দেখাতে চাইবেন। সেমি-ফাইনালে স্নেহ রানার বোলিং ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাবে।

পিচ রিপোর্ট

এজব্যাস্টনের পিচে ব্যাটার ও বোলার উভয়ের জন্যই সহায়তা আছে। স্মৃতি মান্ধানার মতো স্ট্রোকপ্লেয়াররা ব্যাটিং উপভোগ করছেন এবং সুইং বোলারদের জন্যও ভালো সাহায্য আছে পিচে। টস জিতে প্রথমে ব্যাটিং করার কথা ভাববেন অধিনায়ক। ১৬০-র বেশী রান তোলা উচিত।

সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়া

সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা একাদশই অপরিবর্তিত রেখে নামবে অস্ট্রেলিয়া। এই একাদশই গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে উইমেন ইন ব্লুকে হারিয়েছিল ৩ উইকেটে। অ্যালিসা হিলি টুর্নামেন্টে এখনও অবধি বিশেষ কিছু না করতে পারলেও বড় ম্যাচে জ্বলে ওঠার অভ্যাস আবার ঝালিয়ে নিতে পারেন।

সম্ভাব্য একাদশ: অ্যালিসা হিলি (উইকেটকিপার), বেথ মুনি, মেগ ল্যানিং (অধিনায়ক), টালিয়া ম্যাকগ্রা, র‍্যাচেল হেইনস, অ্যাশলেই গার্ডনার, গ্রেস হ্যারিস, জেস জোনাসেন, অ্যালানা কিং, ডার্সি ব্রাউন, মেগান শুট।

ভারত

নতুন বলে মেঘনা সিংয়ের উইকেট নেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা টিম ম্যানেজমেন্টকে পরিকল্পনা বদলাতে বাধ্য করবে এবং ভারত রেণুকা সিংয়ের সঙ্গী হিসেবে নতুন বলের দায়িত্ব দিতে পারে পূজা ভাস্ত্রাকারকে। সেক্ষেত্রে, দলে অতিরিক্ত স্পিনার হিসেবে খেলানো হতে পারে রাজেশ্বরী গায়কওয়াড়কে। এ ছাড়া দলে কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

সম্ভাব্য একাদশ: স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মা, জেমাইমা রড্রিগস, হরমনপ্রীত কউর (অধিনায়ক), তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, স্নেহ রানা, পূজা ভাস্ত্রাকার, রেণুকা সিং, রাধা যাদব, রাজেশ্বরী গায়কওয়াড়।

ইংল্যান্ড বনাম ভারত হেড-টু-হেড

ম্যাচ – ২৪ | ভারত – ৬ | অস্ট্রেলিয়া – ১৭ | ফলাফলহীন – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় রাত ৯:৩০

টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – সনিলিভ অ্যাপ