ম্যাচ শুরুর আগে করোনায় আক্রান্ত টালিয়া ম্যাকগ্রা, শেষ মুহূর্তে ম্যাচে নামার ছাড়পত্র

Tahlia Mcgrath
Tahlia Mcgrath. ( Iamge source: twitter )

ভারত বনাম অস্ট্রেলিয়া কমনওয়েলথ ফাইনাল ম্যাচ। যে ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু সেই ম্যাচই শুরু হওয়ার আগে দেখা দিয়েছিল বিপত্তি। হটাত্ই শোনা যায় টস হতে খানিকটা দেরী হবে। তখন কোনওকিছু জানানো না হলেও, পরেই সেই খবর সকলকে দেওয়া হয়। ম্যাচ শুরু হওয়ার আগেই কমনওয়েলথ গেমস ফাইনালের মঞ্চে হানা দেয় করোনা। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার টালিয়া ম্যাকগ্রা করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আর সেই ঘটনাতেই চিন্তা বেড়েছিল সকলের। যদিও শেষ পর্যন্ত খেলার ছাড়পত্র পেয়েছিলেন তিনি।

প্রথমবার কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট ম্যাচ। সেখানেই প্রথমবার ফাইনালের মঞ্চে পৌঁছেছে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচ রবিবার থেকেই ছিল উত্তেজনার পারদ তুঙ্গে। এমন পরিস্থিতিতে হঠাত্ই যদি করোনার সংক্রম দেখা দেয় তাতে চিন্তা বাড়াটাই তো স্বাভাবিক। হয়েওছিল সেটা। যদিও শেষপর্যন্ত ম্যাচে নামতে পেরেছিলেন টালিয়া ম্যাকগ্রা। করোনায় আক্রান্ত হলেও তাঁর উপসর্গ ছিল খুবই কম। চিকিত্সক এবং অফিসিয়ালসদের সঙ্গে আলোচনার পরই মাঠে নামার ছাড়পত্র পান এই তারকা ক্রিকেটার।

ফাইনালে ভারতের বিরুদ্ধে চার বল খেলে মাত্র ২ রান করেছেন টালিয়া ম্যাকগ্রা

এদিন ম্যাচ শুরুর আগেই নির্ধারিত সময়ের থেকে টস পিছিয়ে গিয়েছিল। আবহাওয়া ভাল থাকলেও, কেন টসেক সময় পিছিয়ে গিয়েছিল তা নিয়েই নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই পরিস্থিতিতে কিছু জানা না গেলেও, পরবর্তীত ম্যাচ চলাকালীনই তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর সকলকে জানানো হয়। যদিও তাঁর উপসর্গ ছিল খুবই সাময়িক।

এই ঘটনা সম্বন্ধে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, “ম্যাচ শুরুর আগে আমাদের ক্রিকেটার টালিয়া ম্যাকগ্রা করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই কথা কমনওয়েলথ গেনস ফেজডারেশনের কর্তা এবং সেখানকার ক্লিনিকাল স্টাফেরেদের সঙ্গে আলোচনা করার পরই তাঁরে ফাইনালের দলে রাখা হয়েছে। রবিবা সকালেই মৃদু উপসর্গ দেখাগিয়েছিল তাঁর মধ্যে। সমস্তরকম আলাচনার পরই ফাইনালের প্রথম একাদশে তাঁকে রাখা হয়েছে”।

এবারের কতমনওয়েলথ গেমসে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের এই তারকা ক্রিকেটার। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানও রয়েছে তাঁর। ১২৬ রানের পাশাপাশি ৮টি উইকেও রয়েছে এই প্রতিযোগিতায়। যদিও ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে বিশেষ কিছু করতে পারেননি তিনি। মাত্র ২ রানেই সাজঘরে ফিরতে গয়েছে টালিয়া ম্যাকগ্রা।

এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া করেছে ১৬১ রান।