ভারতীয় দলের হয়ে চার নম্বর পজিশনেই হার্দিক পান্ডিয়াকে ব্যাটিংয়ের পরামর্শ জাহির খানের
আপডেট করা - Jun 18, 2022 8:01 pm

আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করার পরই ফের ভারতীয় দলে জাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারম্যাচ খেলাও হয়ে গিয়েছে তাঁর। যেখানে চতুর্থ টি টোয়ন্টিতে ভারতের জয়ের পিছনে অনেকটা অবদান রয়েছেন তাঁরও। সেই হার্দিক পান্ডিয়াকে নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন তারকা ক্রিকেটার জাহির খান। ভারতীয় দলে হার্দিক পান্ডিয়ার কোন পজিশনে ব্যাটিং করা উচিত্ তা নিয়েই নিজের মত জানালেন এই প্রাক্তন তারকা ভারতীয় ক্রিকেটার।
আর ছয় মাস পরই টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই দলে যে হার্দিক পান্ডিয়ার প্রয়োজনীয়তা কতটা তা সকলেই বুঝতে পারছেন এখন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ফের নিজের ছন্দে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। তবে এই মুহূর্তে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামছেন তিনি। আর সেটাই খানিকটা অপছন্দের জাহির খানের জন্য। তিনি মনে করছেন চার নম্বরেই নামা উচিত্ হার্দিক পান্ডিয়ার। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত চার নম্বর পজিশনের ব্যাটারই খুঁজে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এই মুহূর্তে অবশ্য ভারতীয় দলে চার নম্বরে ব্যাটিং করছেন ঋষভ পন্থ। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত সেভাবে সফল হতে পারেননি তিনি। সরাসরি না বললেও জাহির খান যে সেই জায়গাতেই এবার হার্দিক পান্ডিয়াকে খেলানোর পরামর্শ দিচ্ছেন তা বেশ স্পষ্ট। শুধু তাই নয় এবারের আইপিএলেও হার্দিক পান্ডিয়াকে তিন নম্বর এবং তার নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা গিয়েছে। সেই সমস্তকিছু হিসাব করেই বোধহয় জাহির খান এমন মন্তব্য করছেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজেই ফের ভারতীয় জার্সিতে কামব্যাক করেছেন হার্দিক পান্ডিয়া
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে জাহির খান জানিয়েছেন, “চার নম্বরেই নিজেকে বেশী পছন্দ করবেন হার্দিক পান্ডিয়া। তিনি খুব ভালভাবেই বুঝতে পারেন যে দল তাঁর থেকে কী চায় এবং তিনি কীভাবে তা করতে পারেন। এবারের আইপিএল দেখলেই বোঝা যায় যে তিনি চ্যালেঞ্জ নিতে কতটা ভালবাসেন। তিনি একেবারেই তাড়াহুড়ো করেনন না। সেটাই তাঁর ব্যাটিংয়ের সৌন্দর্য। সেটাই আমি সবচেয়ে বেশী উপভোগ করি”।
দীর্ঘ ছয় মাস পর এবারের আইপিএলেই ফের বাইশগজে প্রত্যাবর্তন হয়েছে হার্দিক পান্ডিয়ার। তাঁর কাঁধেই ছিল এবার গুজরাত টাইটান্সের দায়িত্ব। সেই দায়িত্ব অবশ্য একেবারে নিখুঁতভাবেই পালন করেছেন হার্দিক পান্ডিয়া। শুধু তাই নয় ব্যাট এবং বল হাতেও দক্ষতার পরিচয় দিয়েছেন এই তারকা ক্রিকেটার।
গুজরাত টাইটান্সের হয়ে এবার সর্বোচ্চ রানের মালিক হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে আট উইকেটও রয়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে যেমন ঝোরো ইনিংস দেখা গিয়েছে হার্দিকের ব্যাট থেকে। তেমনই চতুর্থ টেস্টেও ৪৬ রান করেছেন তিনি। আর সবকিছু দেখেই হার্দিক পান্ডিয়ার প্রশংসায় জাহির খান।