ভারতের ওডিআই দলে সুযোগ পেয়ে আপ্লুত যুজবেন্দ্র চাহাল

Yuzvendra Chahal
Yuzvendra Chahal. (Photo by Pankaj Nangia/Getty Images)

দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন যুজবেন্দ্র চাহালের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই আপ্লুত ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। যেকোনও পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজের মনের কথা জানান যুজবেন্দ্র চাহাল। এবারও তার অন্যথা হল না। ভারতীয় দলে ফের একবার সুযোগ পেয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এই তারকা ক্রিকেটার। সামনের দিকে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন এই তারকা স্পিনার।

দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলছে ভারতীয় দলের। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তরুণ ব্রিগেড নামিয়েছে ভারত। সেখানেও অবশ্য যুজবেন্দ্র চাহালকে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই সিরিজে সুযোগ না পাওয়ার পরও একটি বিশেষ  পোস্ট করেছিলেন এই তারকা ক্রিকেটার। অবশেষে ভাকতীয় দলে ডাক পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। আগামী ১০ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই ওডিআই দলে সুযোগ পেয়েছেন তিনি।

এবারের বিজয় হাজারে ট্রফিতে এক ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল

শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবারের ওডিআই বিশ্বকাপ। কোনও প্রতিযেগিতাতেই ভারতীয় দলে দেখা যায়নি যুজবেন্দ্র চাহালকে। তাঁর সুযোগ না পাওয়া নিয়ে চলছিল নানান কথাবার্তা। সমালোচনাও খুব একটা কম হয়নি। অবশেষে ভাকতীয় দলের জায়গা করে নিয়েছেন তিনি। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে যুজবেন্দ্র চাহাল জায়গা করে নিতে পারবেন কিনা তা তো এই সিরিজেই তাঁর পারফরম্যান্স বলে দেবে। যুজবেন্দ্র চাহাল যে এই মঞ্চে নিজের সেরা পারফরম্যান্স দেখানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরই যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন, “এবার আমাদের এগিয়ে যাওয়ার সময়”। যুজবেন্দ্র চাহালের ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে চলছে নানান হিসাব নিকাশ।  তাঁর ভারতীয় দলে প্রত্যাবর্তনেও আপ্লুত সকলে। এবার দেশের জার্সিতে তিনি ভাল পারফরম্যান্স করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

ভারতীয় দলে সুযোগ না পেলেও, দলে আসার জন্য় কঠোর পরিশ্রম  করে গিয়েছেন যুজবেন্দ্র চাহাল। এবারের বিজয় হাজারে ট্রফিতও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেখানেই ছয় উইকেট তুলে নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। অবশেষে দেশের জার্সিতে ফিরেছেন তিনি। সেখানেও এই পারফরম্যান্সের ধারা ধরে রাখতে পারেন কিনা সে তো সময়ই বলবে।