ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত, প্ৰথম টেস্ট: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী
আপডেট করা - Jul 11, 2023 9:07 pm
১২ই জুলাই, বুধবার থেকে ডমিনিকার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচটি খেলতে নামবে ভারত। এই ম্যাচটির জন্য ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই ১৩ জনের দল ঘোষণা করে দিয়েছে। তবে ভারত এখনও পর্যন্ত দল প্রকাশ করেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লুটিসি) ২০২৩-২৫ চক্রে উভয় দলেরই এটি প্ৰথম ম্যাচ। ডব্লুটিসি ২০২১-২৩ চক্রে রানার্স-আপ হয়েছিল ভারত। ফাইনাল ম্যাচটিতে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে পরাজিত হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ এই চক্রে অষ্টম স্থানে শেষ করেছিল।
এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারত। সেইবার ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত করেছিল ভারত। এইবারে অবশ্যই সেই হারের বদলা নিতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। বর্ডার-গাভাস্কার ট্রফির পর এটা হল ভারতের প্ৰথম টেস্ট সিরিজ। সেই সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল ভারত। এই সিরিজটি ভারতীয় দল নিজেদের দেশের মাটিতে খেলেছিল।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ফেব্রুয়ারি-মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজটি খেলেছিল। সেই সিরিজে তাদের ফলাফল একেবারেই ভালো হয়নি। অ্যাওয়ে সিরিজটিতে ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে হেরেছিল। কিছুদিন আগেই একটি বড় হতাশার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর বাছাইপর্ব থেকে বিদায় নিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজটিতে তারা কেমন পারফরম্যান্সের প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়।
পিচ কন্ডিশন
উইন্ডসর পার্কের পিচ টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ। প্ৰথম দিন এই পিচ থেকে ফাস্ট বোলাররা বেশি সুবিধা পাবেন। দ্বিতীয় এবং তৃতীয় দিন ব্যাটাররা এই পিচে খুব সহজেই রান করতে পারবেন। তবে শেষ দুই দিন এই পিচে স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।
সম্ভাব্য একাদশ
ওয়েস্ট ইন্ডিজ
ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), তেজনারায়ণ চন্দ্রপল, রেমন রেইফার, রাহকিম কর্নওয়াল, জারমেইন ব্ল্যাকউড, অ্যালিক অ্যাথানাজে, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।
ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ইশান কিষান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত টেস্টে হেড টু হেড
ম্যাচ – ৯৮ । ওয়েস্ট ইন্ডিজ – ৩০ । ভারত – ২২ । ড্র – ৪৬
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচ সম্প্রচার
সময় – সন্ধ্যা ৭.৩০টা (ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচার – ডিডি স্পোর্টস
লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড এবং জিও সিনেমা