দ্বিতীয় একদিনের ম্যাচে অক্ষর পটেলকে খেলানোর পরামর্শ ওয়াসিম জাফরের
আপডেট করা - Jul 29, 2023 3:08 pm
ভারতীয় স্কোয়াডে থাকলেও শেষপর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইতে সুযোগ হয়নি অক্ষর পটেলকে। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে নামতে চেলছে ভারতীয় দল। সেখানেই প্রথম একাদশ বাছা নিয়ে বিশেষ পরামর্স দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে দ্বিতীয় টেস্টে ভারতীয়দলের প্রথম একাদশে অক্ষর পটেলকে রাখা উচিত্। সন্ন বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে সুযোগ পেলে গুরুত্বপূর্ণ ভূমিকা অক্ষর পটেল পালন করতে পারেন বলেও মনে করছেন এঅ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
প্রথম ওডিই ম্যাচে অক্ষর পটেলকে প্রথম একাদশে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শনিবার দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানে অক্ষর পটেলকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট রাখে কিনা তা তো দল ঘোষণার সময়ই বোঝা যাবে। প্রথম স্পিনার হিসাবে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজাকে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে দুই স্পিনারই ভারতীয়দলের জয়ের পিছনে প্রধান করিগড় ছিলেন। ৬ রান দিয়ে একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। সেইসঙ্গে রবীন্দ্র জাদেজার শিকার ছিল তিন উইকেট।
স্কোয়াডে থাকলেও প্রথম ওডিআই ম্যাচে রাখা হয়নি অক্ষর পটেলকে
দ্বিতীয় ম্যাচে এই দুজন স্পিনারের মধ্যে কোনও একজনকে তারা বাদ দেবে কিনা তা নিয়ে কোনও ইঙ্গিত নেই। যদিও ওয়াসিম জাফর কিন্তু দ্বিতীয় ম্যাচে অক্ষরক পটেলকে রাখার পক্ষেই সওয়াল করেছেন। বোলিংয়ের পাশাপাশি অক্ষর পটেলের থেকে ব্যাটিংয়ে সাহায্য পেতে পারে ভারতীয় দল। সেইসঙ্গে বিশ্বকাপের দলেও অক্ষর পটেলকে রাখা নিয়ে বার্তা দিয়েছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। ভারতের প্রথম একাদশ ঘোষণার দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। শেষপর্যন্ত কী হয়, প্রথম একাদশ ঘোষণার পরই বোঝা যাবে।
এই প্রসঙ্গে ওয়াসিম জাফর জানিয়েছেন, “প্রথম একাদশে অক্ষর পটলেকে রাখা উচিত্। এখানে দেখাই যাচ্ছে যে বল কেমনভাবে স্পিন করছে। সুতরাং তিনি দলে এসে নিজের স্পিনারেরক ভূমিকা ভালভাবে পালন করতে পারবেন। সেইসঙ্গে ভারতীয় দলের ব্যাটিং লািনআপেও নিজের অবদান রাখতে পারবেন এই তারকা ক্রিকেটার। এই পিচে অবশ্য পেসারদের জন্য সেভাবে কুব একটা সাহায্য নেই”।
ভারতীয় দলের হয়ে বোলিংের পাশাপাসি অক্ষর পটেল তাঁর ব্যাটিং পারফরম্যান্স দিয়েএও সকলের নজর কেড়েচে। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এই মুহূর্তে তিনি যে ভারতের বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম প্রধান দাবীদার হয়ে উঠছেন তা বলার অপেক্ষা রাখে না।