চেন্নাইয়ের সঙ্গে ধোনির সম্পর্ক কি ছিন্ন হতে চলেছে?

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাই সুপার কিংস যেন একে অপরের পরিপূরক। তবে এবার নাকি সেই সম্পর্ক ছিন্ন হতে চলেচে। অন্তত এমনটাই খবর শোনা যাচ্ছে। তবে ধোনি নাকি নিজেই তাকতে চাইছেন না চেন্নাইতে। তার করাণ হিসেবে জানা গেচে, নিজের জন্য চেন্নাইয়ের টাকা খরচ করাতে চািছেন না। তাই তিনি রিটেন হতে চাইছেন না। যদিও ওই খবর ভিত্তিহীন বলেই শোনা যাচ্ছিল। কিন্তু শ্রীনিবাসনের কথায় পুরো জল্পনায় ইতি পড়ল।

এক সাক্ষাৎকারে চেন্নাইয়ের কর্ণধার এন শ্রীনিবাসন জানিয়ে দিয়েছেন, মেগা অকশনের আগে দল তাঁকে নিলাম করুক, চাইছেন না চেন্নাই। শ্রীনিবাসন বলেছেন, ‘ধোনি একজন সাধাসিধে মানুষ। ওর পিছনে অর্থ খরচ করে দল ওঁকে ধরে রাখুক, এটা ধোনি চাইছে না। এই কারণেই ও একাধিক জনকে এই বিষয়ে আলাদা আলাদা রিপ্লাই দিয়েছে।’

অন্যদিকে, টি ২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ পুরোপুরি বদলে যেতে চলেছে। আগামিকাল অর্থাৎ ৩রা নভেম্বর পর্যন্ত ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ সহ নানান পদে আবেদনের সময়সীমা। আর তার আগেই পুনরায় ভারতের ব্যাটিং কোচের পদে আবেদন করলেন বর্তমান ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। ইতমধ্যেই টিম ইন্ডিয়ার হেড কোচ পদে আবেদন জানিয়েছেন রাহুল দ্রাবিড়। বোলিং কোচ হিসেবে আবেদন করেছেন পরশ মামরে।

প্রেস কনফারেন্সে ভারতের বর্তমান ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন, ‘ভারতের ব্যাটিং কোচ হিসেবে দারুণ অভিজ্ঞতা হয়েছে এবং অনেক কিছু শিখেওছি। এমন দারুণ প্রতিভাবান দলের সঙ্গে কাজ করতে পারাটা খুবই সৌভাগ্যের। এই অভিজ্ঞতা থেকেই আমি পুনরায় ব্যাটিং কোচের পদে আবেদেন জমা দিয়েছি। যদি ফের কোচ হওয়ার সুযোগ পাই, তাহলে আরও অনেক কাজ করতে হবে আমাদের। পরিস্থিতি অনুযায়ীই সব সিদ্ধান্ত নেব।’