ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত: দ্বিতীয় টি-২০, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

গত ম্যাচের সর্বোচ্চ স্কোরার রোহিত তাঁর ফর্ম বজায় রাখতে চাইবেন

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: FanCode)

সোমবার যখন ভারত ও ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। রোহিত শর্মার দল চাইবে তাদের জয়ের ধারা ধরে রেখে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করতে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি সফরকারীরা নিশ্চিতভাবে উপভোগ করেছে কারণ ব্যাটিং, বোলিং উভয় বিভাগেই বেশ কিছু খেলোয়াড় নজর কেড়েছিলেন।

এই বছরের শেষের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত যতটা সম্ভব পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নিতে চাইছে কাদের অস্ট্রেলিয়ার বিমানে নেওয়া যায় এবং কাদের আদ দেওয়া যায়। এখনও অবধি নতুন সুযোগ পাওয়া অর্শদীপ সিং, রবি বিষ্ণোই দুজনেই মুগ্ধ করেছেন এবং অভিজ্ঞদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের প্রত্যাবর্তনও প্রশংসনীয়। যদিও ব্যাটিংয়ের ক্ষেত্রে ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের ধারাবাহিক ব্যর্থতা টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখবে।  

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রথম ম্যাচে কিছুই ভালো ঘটেনি। প্রত্যাবর্তন করা জেসন হোল্ডার বোলিং, ব্যাটিং কোন ক্ষেত্রেই ছাপ ফেলতে পারেননি এবং বাকিদের মধ্য থেকেও উল্লেখযোগ্য অবদান দেখা যায়নি। ওপেনার শামার ব্রুক্স ছাড়া অন্য কেউ ২০ রানেও পৌঁছতে পারেননি। বিপুল ব্যর্থতার মাঝেও আকিল হোসেইনের পারফর্ম্যান্স দলকে ভরসা যোগাবে।

পিচ রিপোর্ট

বাসটেরের ওয়ার্নার পার্কে ব্যাটিংয়ের জন্য খুব সহায়ক পরিস্থিতি থাকে না, ফলে রান তোলার জন্য রীতিমত সংগ্রাম করতে হবে। বোলিংয়ে গতি মিশ্রণ করা বোলাররা অতিরিক্ত সুবিধা পাবেন। ১৫০-এর কাছাকাছি স্কোর ওঠার সম্ভাবনা।

কোন দলের কেমন কম্বিনেশন

ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই খেলোয়াড়রা ব্যর্থ হয়েছেন এবং দলের কম্বিনেশনও ঠিক ছিল না। জেসন হোল্ডারকে তিন নম্বরে খেলানোর ফাটকা কাজে আসেনি। দ্বিতীয় ম্যাচে একটি দৃঢ় ব্যাটিং লাইন-আপ দাঁড় করাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। অতিরিক্ত স্পিনারও খেলাতে পারে পিচের মন্থরতাকে কাজে লাগানোর জন্য।

সম্ভাব্য একাদশ: শামার ব্রুক্স, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান (অধিনায়ক ও (উইকেটকিপার), রভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ডমিনিক ড্রেকস, হেডেন ওয়ালশ জুনিয়র।

ভারত

ভারত চাইবে সূর্যকুমার যাদব ও রোহিত শর্মার ওপেনিং জুই দ্বিতীয় ম্যাচেও বজায় রাখতে। ব্যর্থ হওয়া দুই ব্যাটার শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্তকে দল থেকে বাদ দেওয়া হলে একাদশে দেখা যেতে পারে দীপক হুডা ও সঞ্জু স্যামসনকে। বোলিং বিভাগ আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিল, ফলে বোলিংয়ের ক্ষেত্রে কোন পরিবর্তন না হওয়ার সম্ভাবনা।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত হেড-টু-হেড

ম্যাচ – ২১ | ওয়েস্ট ইন্ডিজ – ৬ | ভারত – ১৪ | অমীমাংসিত – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৮:০০

টিভি – ডিডি স্পোর্টস

লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড অ্যাপ