ঈশান কিষাণ বড় সুযোগ নষ্ট করলেন, মনে করছেন জাহির খান

Zaheer Khan
Zaheer Khan. (Photo by /AFP via Getty Images)

দীর্ঘদিন ধরে কথাবার্তা চলছিলই। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টেস্টে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ঈশান কিষাণের। যদিও প্রথম টেস্টে সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডি্জের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের হয়ে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ঈসান কিষাণ।  যদিও বড় রানের ইনিংস খেলতে পারেননি ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরে গিয়েছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখেই হতাশ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খান।

ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের মতে ঈসান কিষাণের সামনে এই ম্যাচেই একটা বড় ইনিংস কেলার সবচেয়ে বড় সুযোগ ছিল। কিন্তু  সেই সুযোগ তিনি হাতছাড়া করেছেন। এমন ঘটনায় যে ঈশান কিষাণ নিজেও অত্যন্ত হতাশ তা মানতে কোনওরকম দ্বিধা নেই ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার জাহির খানের। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের আগে তেকেই ঈসান কিষাণকে ভারচীয় টেস্ট দলে খেলনোর বার্তা দিয়েছিলেন সকলে। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই  সেই ম্যাচে ঈশান কিষাণকে খেলানোর পরামর্শ দিয়েছিলেনষ যদিও শেষপর্যন্ত তা হয়নি। কেএস ভরতকেই খেলানো হয়েছিল সেই ম্যাচে।

মাত্র ২৫ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন ঈশান কিষাণ

তা নিয়েও কম সমালোচনা হয়নি। অবশেষে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেই ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছে ঈশান কিষাণের। দ্বিতীয় ম্যাচেি ব্যাট হাতে নেমেছিলেন তিনি। ঈশান কিষাণের সামনে এদিন বড় ইনিংস খেলার সুযোগও ছিল। কিন্তু ২৫ রানেই থেমে যেতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে।  টেস্টের মঞ্চে  এই তরুণ ক্রিকেটারের শুরুটা যে খুব একটা ভাল হল না, তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে জাহির খান জানিয়েছিলেন, “তিনি শুরুটা বেশ ভালভাবে করেছিলেন। সেজন্য  এখন তিনি অনেকটাই হতাশ হবেন। কারণ যখন কেউ ৩০ থেকে ৪০ বল খেলে ফেলেছেন,  সেই সময় ম্যাচে যে তাঁর চোখ একেবারে সেট হয়ে গিয়েছে তা বলা যায়। টেস্ট ম্যাচে একটা কথা রয়েছে যে তুমি যদি শুরুতেই আউট হয়ে যাও , তবে সেখানে কোনো সমস্যা নেই”।

গতবছর বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইয়ের ম়ঞ্চে দ্বিশতরান পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই ঈশান কিষাণকে টেস্টের মঞ্চে খেলানোর বার্তা দিচ্ছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। যদিও সেই সময় ভারতীয় দলে তাঁকে দেখা যায়নি। কিন্তু শেষপর্যন্ত এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় টেস্ট দলের প্রতম একাদশে সুযোগ পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার।