ব্যাজবলের থেকেও আক্রমনাত্মক ব্যাটিং ভারতের, শ্রীলঙ্কার ২২ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল
আপডেট করা - Jul 24, 2023 1:48 pm

নিউ জিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম একজন আক্রমনাত্মক ব্যাটার ছিলেন। তিনি ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর আমরা ব্যাজবল ক্রিকেটের উত্থান দেখি। ইংল্যান্ড দল টেস্ট ক্রিকেটে সবসময়ই আক্রমনাত্মক মানসিকতার সাথে খেলে। অ্যাশেজ সিরিজ ২০২৩-এও আমরা তা দেখতে পেয়েছি। এই পদ্ধতিতে খেলার মাধ্যমে তারা অনেক সফলতাও পেয়েছে। যদিও চলতি অ্যাশেজ সিরিজে তারা ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে।
অন্যদিকে, ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় একজন ধৈর্যশীল ব্যাটার ছিলেন। তিনি টেস্ট ক্রিকেটে কখনই তাড়াহুড়ো করার চেষ্টা করতেন না। তিনি সবসময় ঠান্ডা মাথায় ব্যাটিং করতেন এবং স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যেতেন। তাই তার তত্ত্বাবধানে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতও ঠান্ডা মাথায় ব্যাটিং করবে সেটাই আশা করাটা স্বাভাবিক। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে টি-২০ ক্রিকেটের মতো ব্যাটিং করেছে ভারত। এই ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে ইংল্যান্ডের আগের বছরের রেকর্ড এবং শ্রীলঙ্কার ২২ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় দল।
দ্বিতীয় ইনিংসে অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল মিলে শুরুটা বেশ আক্রমনাত্মকভাবেই করেন। তারা মাত্র ১১.৫ ওভার খেলে স্কোরবোর্ডে ৯৮ রান নথিভুক্ত করে ফেলেন। এরপর রোহিত প্যাভিলিয়নে ফিরে যান। তিনি মাত্র ৪৪ বলে ৫৭ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ৩টি ছয়। ভারত ১২.২ ওভার খেলে ১০০ রানের মাইলফলক স্পর্শ করে। দলগতভাবে ৭৪ বলে ১০০ রান করার মাধ্যমে একটি নতুন রেকর্ড ফেলে ভারত। টেস্ট ক্রিকেটে এর আগে দলগতভাবে এত কম বলে আর কোনও দেশ ১০০ রান সম্পূর্ণ করতে পারেনি। ২০০১ সালে কলম্বোতে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ১৩.২ ওভারে ১০০ রানের মাইলফলক স্পর্শ করেছিল শ্রীলঙ্কা। সুতরাং, ভারত এই রানে পৌঁছাতে তাদের থেকে ৬ বল কম নিয়েছে।
১৮১ রান করে ইনিংস ডিক্লেয়ার দিয়েছে ভারত
দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ২ উইকেটে ১৮১ রান করে ইনিংস ডিক্লেয়ার দিয়ে দেয় ভারত। ইশান কিষান এবং শুভমন গিল যথাক্রমে ৩৪ বলে ৫২ রান এবং ৩৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।
চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৩২ ওভারে ২ উইকেটে ৭৬ রান। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন তেজনারায়ণ চন্দ্রপল এবং জারমেইন ব্ল্যাকউড।
টেস্ট ক্রিকেটে দলগতভাবে সবথেকে কম বলে ১০০ রান
দল | ওভার | বল | প্রতিপক্ষ | কেন্দ্র | সাল |
ভারত | ১২.২ | ৭৪ | ওয়েস্ট ইন্ডিজ | পোর্ট অফ স্পেন | ২০২৩ |
শ্রীলঙ্কা | ১৩.২ | ৮০ | বাংলাদেশ | কলম্বো | ২০০১ |
ইংল্যান্ড | ১৩.৩ | ৮১ | দক্ষিণ আফ্রিকা | ওভাল | ১৯৯৪ |
বাংলাদেশ | ১৩.৪ | ৮২ | ওয়েস্ট ইন্ডিজ | মীরপুর | ২০১২ |
ইংল্যান্ড | ১৩.৪ | ৮২ | পাকিস্তান | রাওয়ালপিন্ডি | ২০২২ |
ইংল্যান্ড | ১৩.৪ | ৮২ | পাকিস্তান | করাচি | ২০২২ |