রোহিত শর্মার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে সমর্থন নয় ওয়াসিম আক্রমের
আপডেট করা - Sep 2, 2023 6:34 pm
পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। আর সেই সিদ্ধান্ত নিয়েই একমত হতে পারছেন না প্রাক্তন পাকিস্তানী তারকা ক্রিকেটার ওয়াসিম আক্রম। তাঁর মতে এমন আবহাওয়ায় টস জিতে কখনোই প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত খুব একটা সঠিক। আর সেই কথা যে একেবারেই ভুল নয়,তা ভারতীয় দল মাঠে নেমেই ভালভাবে বুঝতে পেরেছে। পাকিস্তানের বোলিং লাইনাপের বিরুদ্ধে চূ়ড়ান্ত ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গিয়েছে টিম ইন্ডিযার টপ অর্ডার। আর তাতে যে ভারতীয় শিবির বেশ চাপের মধ্যে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
টস জিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু এদই ম্যাচ শুরু হওয়ার কয়েক দিন আগে থেকেই বৃ্টি হওয়ার সম্ভাবনা ছিল। ম্যাচের হয়েছেও তেমনটাই। দুবার বৃষ্টির জন্য ম্যাচ বন্ঘধ ছিল খানিক্ষণ। আর সেই বিরতির পরই দলের সেরা সেরা উইকেট গুলো খুইয়েছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বোলারদজের সাফল্যের পিছনে য়ে আবহাওয়ার খানিকটা হলেও প্রভাব রয়েছে তা বলাই বাহুল্য।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা
রোহিত শর্মার প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত শোনার পর থেকেই তা নিয়ে খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার ওয়াসিম আক্রম। তাঁর মতে এমন আবহাওয়া দেখার পর কোনওরকমভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া সঠিক ছিল না। যদিও টস জিতলে যে বাবর আজমও সেইএকই সিদ্ধান্তের রাস্তায় হাঁটতেন তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা বাবর আজম নিজেই জানিয়েছিলেন। এদিন পাকিস্তানের বিরুদ্ধে শুরুতেই উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল।
সেই প্রসঙ্গেই ওয়াসিম আক্রম ম্যাচ অন্যালিসিস করার সময় জানি্য়েছেন, “এমন মেঘলা পরিবেশ এবং বৃষ্টির পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাটাই একেবারে সঠিক কাজ হত। কারণ সেই সময় শিশিরের একটা সমস্যা হবে বোলিংয়ের সময়। আর সেটাই যেকোনওরান তাড়া করে তোলার জন্য অত্যন্ত সহায়ক হয়ে উঠেবে”।
এদিন রোহিত শর্মা ব্যাটিং নিলেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের টপ অর্ডার একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। রোহিত শর্মা, বিরট কোহলি থেকে শ্রেয়স আইয়াররা চূড়ান্ত ব্যর্থ হয়েই সাজঘরে ফিরে গিয়েছিলেন। ভারতীয় দল যে পাওয়ার প্লের সময় থেকেই বেশ চাপে পড়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্তকী হয় সেটাই এখন দেখার।