শুভমন গিলের দুর্ধর্ষ ইনিংস দেখে মুগ্ধ বিরাট কোহলি, তাঁকে ভবিষ্যতের তারকা বললেন বিরাট

Shubman Gill
Shubman Gill. ( Image Source: disney + hotstar )

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেখানেই ব্যাট হাতে ফের একবার দুর্ধর্, পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। তাঁর হাত ধরেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। সেইসঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও দেখতে পেয়েঠিলেন শুভমন গিল ঝড়। সেি পারফরম্যান্স দেখার পর থেকেই শুভমন গিলের প্রশংসায় পঞ্চমুখ সকলে। এবার শুভমন গিলকে প্রশংসায় ভরালেন প্রাক্তন বারত অধিনায়ক বিরাট কোহলি।

ভারতীয় দলের ভবিষ্যত তারকা হিসাবে শুভমন গিলের নামই এবার  গেল বিরাট কোহলির মুখে। সোশ্যাল মিডিয়াতেই সেই বার্তা দিলেন বিরাট কোহলি। নিউ জিল্যান্ডের  বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের জয়ের নায়ক যে শুভমন গিল তা বলার অপেক্ষা রাখে না । ভারতের সিরিজ জয়ের মঞ্চেই শুভমন গিলের ব্যাটে সেঞ্চুরীর ঝলক। টি টোয়েন্টির কেরিয়ারে প্রথম সেঞ্চুরী পেয়েছেন সুভমন গিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যা্ন্সই যে পার্থক্যটা গড়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬৩ বলে ১২৬ রানের ইনিংস শুভমন গিলের

ঈশান কিষাণের সঙ্গে ওপেনিংয়ে শেষম্যাচেও শুভমন গিলের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় দল।  সেখানে শুরু থেরেই বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয়দলের এই তরুণ ক্রিকেটার। তাঁর টি টোয়েন্টি ক্রিকেট খেলা নিয়ে বেশ কয়েকদিনধরকেই একটা গুঞ্জন চলছিল। সেই জবাবটাই এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দিয়েছিলেন তিনি। শুভমন গিলের ব্যাট থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুধুই ছ্ল চার ও ছয়ের বন্যা। তাঁর সামনে কার্যত মাথা নত করতে বাধ্য হয়েছিলেন নিউ জিল্যান্ডের বোলিং লাইনআপ। ম্যাচ শেষে সেরার পুরষ্কারও উঠেছে সেই শুভমন গিলের হাতেই।

শুভমন গিলের এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন বিরাট কোহলিও।  শুভমন গিলের প্রশংসা এর আগেও শোনা গিয়েছে তাঁর মুখে। শুভমন গিলের এমন পারফরম্যান্স দেখে এবার মুগ্ধ হয়েছেন বিরাট কোহলি। ইনস্টাগ্রাম পেজেই শুভমন গিলের উদ্দেশ্যে বিশেষ বার্তা বিরাট কোহলি। সেখানেই তিনি লিখেছেন, “উজ্জ্বল নক্ষত্র, ভবিষ্যতের তারকা ক্রিকেটার”।

এদিন নিউ জিলিযান্ডের বিরুদ্ধে ৫৪ বলে সেঞ্চিুরী করেছিলেন শুভমন গিল। টি টোয়েন্টিতে পঞ্চম ভারতীয় ব্যাটার হিসাবে সেঞ্চুরী পেয়েছেন  শুবমন গিল। শুধু তাই নয় এই মুহূর্তে ভারতীয় ব্যাটার হিসাবে টি টোয়েন্টিতে তাঁর রানই সর্বোচ্চ। ৬৩ বলে ১২৬ রানের অপরাজিত সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন শুভমন গিল। ইতিমদ্যেই আঈন্তর্জাতির ক্রিকেটে ৬টি সেঞ্চুরী পেয়ে গিয়েছেন তিনি। এই পারফরম্যান্সের ধারাই তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।