ইয়ান বোথামের বড় রেকর্ড ভাঙলেন আজাজ প্যাটেল

Ajaz Patel
Ajaz Patel. (Photo Source: Twitter)

জন্মভূমি উজাড় করে সাফল্য দিচ্ছে আজাজ পাটেলকে। প্রথমে জিম লেকার এবং অনিল কুম্বলের ১০ উইকেট সংগ্রহের তালিকায় নিজের নাম জুড়েছিলেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার আজাজ পাটেল। আর টেস্টের তৃতীয় দিনে গড়লেও আরও এক নতুন নজির।

এতদিন ভারতের বিরুদ্ধে একটি টেস্টে সর্বাধিক উইকেট নেওয়ার নজির ছিল ইংল্যান্ডের ইয়ান বোথামের। আর আজাজ পাটেল ৪১ বছরের এই রেকর্ড ভেঙে দিলেন। দুই ইনিংস মিলিয়ে ২২৫ রান দিয়ে ১৪ উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল। আর বোথাম ১৯৮০ সালে ১০৬ রান দিয়ে ১৩ উইকেট নিয়েছিলেন। এই তালিকায় তিনে রয়েছেন স্টিভ ও’কিফ।

অস্ট্রেলিয়ার ও’কিফ ২০১৭ সালে পুনেতে ভারতের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৭০ রান দিয়ে ১২ উইকেট নিয়েছিলেন। চারে থাকা পাক বোলার ফজল মহমুদ আবার ১৯৫২ সালে লখনউ-তে ৯৪ রান দিয়ে ১২ উইকেট নিয়েছিলেন।

আর নিউজিল্যান্ডে বোলারদের মধ্যে সেরা বোলিং পরিসংখ্যানের তালিকায় দুইয়ে রয়েছেন আজাজ প্যাটেল। ১৯৮৫ সালে রিচার্ড হেডলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের দুই ইনিংসে ১২৩ রান দিয়ে ১৫ উইকেট নিয়েছিলেন। তিনি রয়েছেন এই তালিকায় শীর্ষে। ভারতের বিরুদ্ধে ২২৫ রান দিয়ে ১৪ উইকেট নিয়ে দুইয়ে রয়েছেন আজাজ। ড্যানিয়াল ভেত্তোরি আবার তিন এবং চার নম্বর জায়গায় দখল রেখেছেন।