মায়াঙ্ক আগরওয়ালের ব্যাটিংয়ে টেকনিক্যাল ফল্ট খুঁজে পেলেন ওয়াসিম জাফর

কাইল জেমিসনের বলে ১৩ রান করে কট বিহাইন্ড আউট হন ভারতীয় ওপেনার

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo by Aniruddha Chowdhury/Mint via Getty Images)

বুধবার ওপেনিং ব্যাটার মায়াঙ্ক আগরওয়াল আউট হওয়ার পর ওয়াসিম জাফর তাঁর ব্যাটিং কৌশলে একটি ছোট টেকনিক্যাল ফল্ট তুলে ধরেন। প্রাক্তন ক্রিকেটার বলেছেন যে আগরওয়ালের “ব্যাক ফুটে থাকার প্রবণতা” এবং ওপেন স্টান্স রেখে খেলার কারণে আউট-সুইং বোলিংয়ের বিরুদ্ধে তিনি উন্মোচিত হয়ে যান এবং চতুর্থ স্টাম্পের বল ছাড়তে তাঁর অসুবিধা হয়। 

১০ মাসেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন মায়াঙ্ক আগরওয়াল। ২৮ বলে ১৩ রান করে আউট হওয়ার আগে খানিক নড়বড়ে দেখালেও ধীরে ধীরে থিতু হচ্ছিলেন। তবে তিনি ক্রমাগত নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনের বোলিংয়ে সমস্যায় পড়ছিলেন। জেমিসন নাগাড়ে অফ-স্টাম্প লাইনের কাছাকাছি বল করে যাচ্ছিলেন। অষ্টম ওভারে একটি আউট-সুইংগারে ব্যাট ছোঁয়ানোর লোভ সামলাতে না পারায় মায়াঙ্ক উইকেটকিপারের হাতে একটি সহজ ক্যাচ দিয়ে আউট হন। 

মায়াঙ্কের টেকনিক্যাল ফল্ট প্রসঙ্গে জাফর বিস্তারিত বলেছেন

ইএসপিএনক্রিকইনফোর সাথে একটি চ্যাটে কথা বলতে গিয়ে, ওয়াসিম জাফর মায়াঙ্কের আউট প্রসঙ্গে বিশ্লেষণ করে বলেছেন, “আমি মনে করি সে এটা ছেড়ে দিতে পারত। সে এটা খেলে অসন্তুষ্ট হবে। সে খেলতে গিয়ে বেশ কিছু বল মিস করছিল। তার ব্যাক ফুটে থাকার কিছুটা প্রবণতা আছে। আউটসুইঙ্গারের সামনে উন্মোচিত হয়ে পড়ে সমস্যায় পড়ে। তার বুক বেরিয়ে এসে স্টান্স ওপেন হয়ে যায়। এটি এমন কিছু যা তাকে মেরামত করতে হবে, বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে পার্শ্বীয় মুভমেন্ট রয়েছে। এখানেও ঠিক তাই ঘটেছে।”   

ওয়াসিম জাফর যোগ করেছেন, “এই ছোট ইনিংসে সে জেমিসনের বিপক্ষে আত্মবিশ্বাসী ছিল না, ফলে বল ব্যাটের প্রান্তটি খুঁজে পেয়ে যায়। যে বলগুলো তার ছেড়ে দেওয়া উচিত ছিল সেই বল খেলায় সে অসন্তুষ্ট হবে।”  

ওয়াসিম জাফর যোগ করেছেন যে মায়াঙ্ক আগরওয়াল তাঁর আউটের জন্য হতাশ হলেও, ভারত তাদের প্রথম সেশনের রানকে গ্রহণ করবে।

ওয়াসিম জাফর বলেছেন, “আমি মনে করি তারা এটাকে খুব আনন্দের সাথে নেবে। আপনি যদি প্রথমে ব্যাট করেন তবে প্রথম সেশনটি যেকোনো দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আপনি যদি ৬০-৭০ করেন এবং ১ উইকেটের বেশি না হারান, তবে আমি মনে করি আপনি খুশি হবেন। তাই আমি মনে করি ভারত দুর্দান্ত খেলেছে। মায়াঙ্ক কিছুটা অসন্তুষ্ট হবে কারণ সে রান পায়নি তবে শুভমান গিল অসামান্য ছিল এবং পূজারা পূজারার মতো খেলেছিল।” 

প্রথম দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ২৫৮। ক্রিজে আছেন শ্রেয়াস আইয়ার (অপরাজিত ৭৫) ও রবীন্দ্র জাডেজা (অপরাজিত ৫০)।