কমলেশ নাগারকোটিকে বিরক্ত করায় সমর্থককে জবাব বিরাট কোহলির

Virat-Kohli-got-angry-on-fans
Virat-Kohli-got-angry-on-fans. (Photo Source: Twitter )

লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলছে ভারতীয় দলের। মাঠের ভিতর নয়, মাঠের বাইরে হঠাত্ই মেজাজ হারালেন বিরাট কোহলি। গ্যলারীতে থাকা কয়েকজন দর্শকের আচরণেই ফের একবার মেজাজ হারাতে দেখা গেল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। কমলেশ নাগারকোটির হয়েই কয়েকজন দর্শকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিরাট কোহলি। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল। গ্যালারী থেকে নাগারকোটিকে বিরক্ত করাতেই তাঁর প্রতিবাদ জানাতে মুখ খুললেন বিরাট।

আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টেস্টে নামবে ভারতীয় দল। তারই আগে টিম ইন্ডিয়া নিজেদের প্রস্তুতি দেখে নিতে লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচে নেমেছে। সেখানেই ম্যাচ চলাকালীন এক সমর্থক গ্যালারী থেকে বারবার কমলেশ নাগারকোটিকে ছবি তোলার জন্য ডেকে চলেছিলেন। যদিও নারাগকোটি তাঁর সেই কথাই কান দিচ্ছিলেন না। উত্তর না পেলেও বারবার কমলেশ নাগারকোটিকে ডেকে বিরক্ত করেই চলেছিলেন তিনি।

ভারতীয় দলের সঙ্গে নেট বোলার হিসাবে ইংল্যান্ডে গিয়েছেন কমলেশ নাগারকোটি

এমন ঘটনা দেখার পরই প্রতিবাদে সামনে এগিয়ে আসেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্যাভিলিয়ন থেকেই সেই সমর্থককে জবাব দেন বিরাট কোহলি। সেই সমর্থক নাকি অফিস থেকে ছুটি নিয়ে এদিন ম্যাচ দেখতে এসেছিলেন। আর সেজন্যই বারবার নাগারকোটিকে ছবি তোলার আবেদন জানাচ্ছিলেন। এই কথার জানার পর খানিকটা মেজাজ হারিয়েই জবাব দেন বিরাট কোহলি। যে ভিডিওটি সোশ্যল মিডিয়ায় প্রকাশ হয়েছে, সেখানে শোনাযাচ্ছে সেই সমর্থকের উদ্দেশ্যে বিরাট কোহলি বলছেন, কমলেশ নাগারকোটি এখানে তাঁর জন্য নয়, ম্যাচ খেলতে এসেছেন।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে অবশ্য খুব একটা বেশী সময় নেয়নি। সতীর্থ ক্রিকেটারদের পাশে বরাবরই দাঁড়িয়েছেন বিরাট কোহলি। এবারও তাই করলেন তিনি। গ্যলারী থেকে ক্রমাগত কমলেশ নাগারকোটিকে বিরক্ত করায় শেষপর্যন্ত নিজের মেজাজ আর ধরে রাখতে পারেননি তিনি। প্যাভিলিয়ন থেকেই সেই সমর্থককে জবাব দিয়ে চুপ করিয়ে দেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিততে কিংবা ড্র করতে পারলেই ইংল্যান্টের মাটিতে সিরিজ জয়ের রেকর্ড গড়বে ভারতীয় দল। তারই আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে ভারতীয় দল। যদিও কমলেশ নাগারকোটি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে নেই। তিনি রোহিত শর্মাদের সঙ্গে নেট বোলার হিসাবেই ইংল্যান্ডে গিয়েছেন।