বিরাট মুকুটে নতুন পালক, আইসিসির এই মাসের সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo by Quinn Rooney/Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপ এবার শুধুই বিরাটময়। এশিয়া কাপেই তাঁর ফর্মে ফেরার ট্রেলারটা দেখিয়েছিলেন বিরাট কোহলি। আর টি টোয়েন্টি বিশ্বকাপে চলছে ক্লাসিক বিরাট শো। একের পর এক ম্যাচ আর একের পর এক নতুব রেকর্ড। বিরাট মুকুটে নতুন নতুন পালক উঠেই চলেছে। ভারত সেমিফাইনালে পৌঁছনোর ২৪ ঘন্টার মধ্যেই বিরাট কোহলির মুকুটে উঠল নতুন পালক। আইসিসির মাসের সেরা ক্রিকেটারেরক পুরষ্কার পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এশিয়া কাপ থেকে টি২০ বিশ্বকাপের পারফরম্যান্সেরই পুরষ্কার উঠল তাঁর হাতে।

দীর্ঘদিন রকানের মধ্যে ছিলেন না বিরাট কোহলি। একসময়ের রান মেশেনকে নিয়ে সমলোচনার ঝড় বইছিল ক্রিকেট মহলে। সময় যত এগিয়েছিল ততই যেন বিরাট কোহলির দিকে তীক্ষ্ম হয়েছিল সমালোচকদের দাঁত নখ। এশিয়াকাপের মঞ্চ থেকেই জবাব দেওয়াটা শুরু করেছিলেন তিনি।টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলি এখন বিধ্বংসী তারকা। তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছে রানের ঝড়। শুধুমাত্র ,াই নয় এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিকও তিনি।

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক এখন বিরাট কোহলি

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক যেমন েই মুহূর্তে বিরাট কোহলি, তেমনই টি টোেয়েন্টি বিশ্বকাপের  ইতিহাসেও সবচেয়ে বেশী রান করার রেকর্ড েগড়েছেন এবারই। সেই বিরাট কোহলিই এবার আইসিসির তালিকায় মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আর তা দেখেই আপ্লুত অসংখ্য বিরাট ভক্ত থেকে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

এমন সম্মান রাওয়ার পর বিরাট কোহলি জানিয়েছেন, আইসিসির অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়াটা আমাপ কাছে একটা বড় সম্মান। গোটা বিশ্বের ক্রিকেট ভক্ত এবং আইসিসির প্যানেলে যারা রয়েছেন তারাই আমাকে বেছে  নিয়েছেন এই পুরষ্কারের জন্য। সত্যিই এই সম্মানটা আমার কাছে অন্যতম বিশেষ একটা সম্মান।

এবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানেই পাকিস্তান বধের ভারতীয়শিবিরের প্রধান নায়ক ছিলেন বিরাট কোহলি। তাঁর দাপুটে ব্যাটে ভর করেই পাকিস্তানকে শেষ করেছিল টিম ইন্ডিয়া। ৫৩ বলে সেই ম্যাচে ৮২ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও বিরাট কোহলি ছিলেন বিধ্বংসী ফর্মে।

বাংলাদেশের বিরুদ্ধেও বিরাট কোহলির দাপুটে ইনিংস দেখেছিল সকলে। আর একের পর এক ম্যাচে বিরাট কোহলির এমন পারফরম্যান্সই তাঁরক হাতে তুলে দিয়েছে নতুন নতুন পুরষ্কার। সোমবারই বিরাট কোহলির মাথায় নতুন মুকুট তুলে দিল আইসিসি।