দীপ্তি শর্মা, সোফি একলেস্টোনের হাত ধরে মুম্বইয়ের বিজয় রথ থামাল ইউপি ওয়ারিয়র্স

Deepti Sharma
Deepti Sharma. ( Image Source: WPL/ Twitter )

মহিলাদের আইপিএলে থেমে গেল মুম্বই ইন্ডিয়ান্সের দৌড়। ইউপি ওয়ারিয়র্সের কাছে হেরেই শেষপর্যন্ত থামতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। যদিও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে খুব একটা অসুবিধা হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। হাড্ডহাড্ডি ম্যাচে দীপ্তি শর্মার দুরন্ত পারফরম্যন্সের সৌজন্যেই ৫ উইতেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল ইউপি ওয়ারিয়র্স। সেইসঙ্গে বল হাতেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন সোফি একলেস্টোন। ৩ বল বাকি তাকতেই এদিন ম্যাচ জিতে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স।  ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।

এবারের মহিলাদের আইপিএসে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে মুম্বই  ওয়ারিয়র্স। পাঁচে পাঁচ করে ইতিমধ্যেই পয়েন্চ েবিলের সীর্ষে প্রলেঅফের ছাড়পত্র যোগার করে ফেলেছে তারা। সেই দৌড়ই থেমে গেল নিবার। সোফি একলেস্টোন, দীপ্তি শর্মাদের দুরন্ত পারফরম্যান্স ভর করে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দিল ইউপি ওয়ারিয়র্স। লো স্কোরিং ম্যাচ হলেও শেষপর্যন্ত ম্যাচ জয়ের হাসি ফুটেছে ইউপি ওয়ারিয়র্সের অধিনায়কের মুখেই। আর তাতেই আপ্লুত সকলে। ম্যাচের সেরা হয়ে অভিভুত হয়েছেন দীপ্তি শর্মাও।

ব্যাটিং ও বোলিংয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইউপি ওয়ারিয়র্স অধিনায়ক। শুরু থেকেই লক্ষ্য ছিল হরমনপ্রীত করদের তাড়াতাড়ি শেষ করে দেওয়া্। সেই কাজটাই সঠিকভাবে করেছিলেন সোফি একলেস্টোন এবং দীপ্তি শর্মা। মুম্িবই ইন্ডিয়ান্সের তারখাখচিত ব্যাটিং বাইনআপ এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের টপ অর্ডারকে বিদ্বস্ত করেছিলেন সোফি একলেস্টোন।  নিযাট সাইভার, হ্যালি ম্যাথুজের মতো তারকা ক্রিকেটারদের মতো সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।  এই প্রতিযেগিতায় এখনও পর্যন্ত দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন হরমনপ্রীত কৌর।

তাঁকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন খোদ দীপ্তি শর্মা। মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরেছিলেন তিনি। সেইসঙ্গেই মুম্বই ইন্ডিয়ান্সের বড় রানের আশাও কার্যত শেষ হয়ে গিয়েছিল। এদিন একাই চিন উইকেট তুলে নিয়েছিলেন শোফি একলেস্টোন এবং দুই উইকেট গিয়েছে দীপ্তি  শর্মার ঝুলিতে। এই দুই বোলারের হাত ধরেই জয়ের রাস্তাটা পাকা করে ফেলেছিল ইউপি ওয়ারিয়র্স। যদিও বল হাতে মুম্বই ইন্ডিনয়ান্সও এদিনম লড়াইটা বেশ বালই করেছিলেন।

শুরু থেকে খুব একটা সুবিধা করতে পারেননি ইউরিন ওয়ারিয়র্সের ব্যাটাররাও। ২৭ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে তারাও বেশ চাপে পড়ে গিয়েছিল। ব্যাট হাতেও সেই দীপ্তি শর্মার পারফরম্যান্স। শেষ মুহর্তে তাঁর হাত ধরেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ম্যাচ জিতে নেয় ইউপি ওয়ারিয়র্স।