সচিনের টুইটে ল্যাবুশেনের রিপ্লাই দেখে চটল টুইটারের জনতা, উঠল অসম্মানের প্রসঙ্গ

কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফিরে আসায় সচিন একটি টুইট করেছিলেন

Marnus Labuschagne
Marnus Labuschagne. (Photo by PATRICK HAMILTON/AFP via Getty Images)

কমনওয়েলথ গেমস ২০২২-এ মহিলাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছে শুক্রবার, ২৯শে জুলাই, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ম্যাচ দিয়ে। ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকার এই উদ্যোগের প্রশংসা করেছিলেন এবং তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে ম্যাচের আগে ভারতীয় দলের জন্য শুভেচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু, অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস ল্যাবুশেন সেই টুইটের যে জবাব দিয়েছেন, তা বেশ কিছু ভারতীয় ক্রিকেটপ্রেমী মেনে নিতে পারেননি।

চতুর্বার্ষিক ইভেন্টে এই প্রথম মহিলাদের ক্রিকেট ইভেন্ট আয়োজিত হচ্ছে। এর আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৯৯৮ সালের কমনওয়েলথ গেমসে পুরুষদের ওডিআই টুর্নামেন্ট হয়েছিল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকার বহু-ক্রীড়া ইভেন্টে ক্রিকেটকে ফিরে আসতে দেখে তাঁর আনন্দ প্রকাশ করে আশা করেছিলেন যে এর ফলে খেলাটি বিশ্বজুড়ে নতুন দর্শকদের কাছে পৌঁছে যাবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ভারতীয় মহিলা দলকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

“কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে ফিরে আসতে দেখা অনবদ্য। আশা করি এর ফলে আমাদের সুন্দর খেলাটি নতুন দর্শকদের কাছে পৌঁছে যাবে। @BCCIWomen’s Team কে তাদের #CWG22 অভিযানের জন্য শুভকামনা,” তেন্ডুলকার টুইট করেছিলেন। অস্ট্রেলিয়ার ব্যাটিং তারকা মার্নাস ল্যাবুশেন সচিনের টুইটের জবাব দিয়ে বলেছেন, “একমত সচিন। অস্ট্রেলিয়া বনাম ভারতের ম্যাচটি দিয়ে দুর্দান্ত শুরু হতে চলেছে।”

কিন্তু মিডল অর্ডার ব্যাটারের উত্তর ভারতীয় ভক্তদের ক্ষুব্ধ করেছে কারণ তিনি ভারতীয় কিংবদন্তীকে ‘স্যার’ বলে সম্বোধিত না করে শুধু তাঁর নাম দিয়ে সম্বোধন করেছিলেন। সমর্থকরা মনে করেছেন যে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটারকে শুধুমাত্র তাঁর প্রথম নাম দিয়ে উল্লেখ করা অসম্মানজনক।

সচিন তেন্ডুলকারের কাছ থেকে প্রশংসা পাওয়ার পর ল্যাবুশেন মুগ্ধ হয়েছিলেন

উল্লেখ্য, ২০২০ সালে সচিন তেন্ডুলকারকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বর্তমানের কোন ব্যাটার তাঁকে নিজের কথা মনে করিয়ে দেয়, তখন তিনি এই অজি ব্যাটারের প্রশংসা করে বলেছিলেন, “তার (ল্যাবুশেন) ফুটওয়ার্ক খুব সুনির্দিষ্ট। তাই আমার মতে সে।” অস্ট্রেলিয়ান মিডল-অর্ডার ব্যাটার তাঁর সম্পর্কে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে বিস্মিত হয়েছিলেন এবং তাঁর মতো মহান কারও কাছ থেকে এমন উত্তর আসায় তিনি কৃতজ্ঞ বোধ করেছিলেন।

“এটি বেশ আশ্চর্যজনক ছিল, এটি যখন দেখেছিলাম, আমি দ্রুত সেটা পড়েছিলাম এবং এটি সত্যিই আমাকে বিস্মিত করেছিল। তাঁর মতো ক্ষমতার কারো কাছ থেকে আশ্চর্যজনক বক্তব্য। আমি তাঁর কথার জন্য কৃতজ্ঞ ছিলাম এবং সত্যিই মুগ্ধ হয়েছিলাম,” ল্যাবুশেন cricket.com.au-কে বলেছিলেন। তবে, সচিন তেন্ডুলকারের প্রতি তাঁর সাম্প্রতিক প্রতিক্রিয়া টুইটারে ঝড় তুলেছে।

নেটিজেনদের প্রতিক্রিয়া