ভারতের হয়ে কেরিয়ারের প্রথম ইনিংসেই ঝোড়ো ব্যাটিং রিঙ্কু সিংয়ের, সোশ্যাল মিডিয়ায় হৈচৈ

Rinku Singh
Rinku Singh. (Photo Source: Twitter)

আয়ারল্যান্ডের বিরুদ্ধে  প্রথম টি টোয়েন্টিতেই দেশের জার্সিতে অভিষেকটা হয়েছিল রিঙ্কু সিংয়ের। তবে সেই ম্যাচে ব্যাটিং করার সুয়োগ পাননি তিনি। দ্বিতীয় ম্যাচেই ব্যাট হাতে প্রথমবার দেশের জার্সিতে নেমেছিলেন এই তরুণ ক্রিকেটার। আইপিএলের পর দেশের জার্সিতেও সেই চেনা ছন্দে রিঙ্কু সিং। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ঝোরো পারফরম্যান্স খেললেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ক্রিকেটার। আর তাতেই আপ্লুত সকলে। শিবম দুবের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ার পাশাপাশি তাঁর ব্যাট থেকে দেখা গেল একবার বাউন্ডারি, ওভার বাউন্ডারির ঝড়।

এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং। অর্ধশতরান করতে পারেননি ঠিকই। কিন্তু তাঁর এই শেষ মুহূর্তের ঝোরো ইনিংসের সৌজন্যেই বড় রানের লক্ষ্যে পৌঁছতে পেরেছে টিম ইন্ডিয়া। যে ম্যাকার্থীর বিরুদ্ধে শেষের দিকে ভারতীয় ব্যাটারা সেভাবে নিজেদের পারফম্যান্স দেখাতে পারছিলেন না, তাঁরই শেষ ওভারে জোড়া ছয় ও একটি বাউন্ডারি হাঁকিয়ে ভারতীয় দলের বড় রানের রাস্তাটা পাকা করে দিয়েছিলেন রিঙ্কু সিং। এই তরুণ ক্রিকেটারের এমন পারফরম্যান্স দেখেই সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন রিঙ্কু সিং

সঞ্জু স্যামসন ৪০ রাানে যখন সাজঘরে ফিরে যান সেই সময় ভারতীয় দলের রান ৩ উইকেটে ১০৫। ক্রিজে আসেন রিুঙ্কু সিং। শুরুর দিকে খানিকটা সাবধানী ছিলেন তিনি। শেষ পাঁচ ওভারে যখন আয়ারল্যান্ড ভারতীয় দকে আরও চেপে ধরার কৌশল ছকেছে, সেই সময় ধীরে ধীরে ভয়ঙ্কর মেজাজ নেওয়া শুরু রিঙ্কু সিংয়ের। সেই সময়ই ব্যারি ম্যাকার্থী ভারতীয় ব্যাটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। প্রথম ইনিংসের ১৮ তম ওভারে বোলিং করতে এসেছিলেন তিনি। সেখানেই যেন তাঁর অপেক্ষা করছিলেন রিঙ্কু সিং।

ব্যারি ম্যাকার্থীর ওভারে শুরু হয়েছিল রিঙ্কু সিংয়ের রানের ঝড়। ব্যারি ম্যাকার্থীর এক ওবারে জোড়া ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি হাঁকিয়ে ভারতীয় দলের বড় রানের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তবে ১৯ তম ওভারে থেমে যেতে হয় রিঙ্কু সিংকে। দেশের জার্সিতে প্রথমবার ব্যাট হাতে নেমেই কার্যত সকলের নজর কেড়ে নিয়েছেন রিঙ্কু সিং। এদিন ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলে থেমেছিলেন রিঙ্কু সিং। তাঁর ইনিংসটি সাজানো রয়েছে তিনটি ওভার বাউন্ডারি ও দুটি বাউন্ডারি দিয়ে।

নাইট রাইডার্সের হয়েই নিজের পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলের দাবীদার হয়ে উঠেছিলেন রিঙ্কু সিং। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিং। প্রথম ম্যাচ থেকেই নিজেের পারফরম্যান্স প্রদর্শন শুরু এই তরুণ ক্রিকেটারের।