বিশ্বকাপের আগে এশিয়া কাপ ভারতের কাছে প্রস্তুতির বড় মঞ্চ, মনে করছেন টিম সাউদি
আপডেট করা - Aug 22, 2023 3:24 pm
ওডিআই বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র দেড় মাস। আদামী ৫ অক্টোবর থেকে ভারতের ঘরের মাঠেই শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় নামার আগে ভারতের এশিয়া কাপের মঞ্চ তাদের প্রস্তুতির জন্য আদর্শ জায়গা হিসাবে মনে করছেন নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার টিম সাউদি। এবারের এশিয়া কাপ টি টোয়েন্টির বদলে হতে চলেছে ওডিআই ফর্ম্যাটে। বিশ্বকাপে নামার আগে এই প্রতিযোগিতার মঞ্চ ভারতীয় দলকে প্রস্তুত হতে অনেক বেশী সাহায্য করবে বলেই মনে করছেন এই তারকা কিউই ক্রিকেটার।
এই মাসের শেষেই ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। এশিয়ার প্রত্যেকটি দলের বিরুদ্ধে খেলার পাশাপা্শি ওডিআই ফর্ম্যাটে এতগুলো ম্যাচ খালে ভারতীয় দলকে অনেকটা এগিয়ে রাখতে পারে বলেও মনে করছেন এই তারকা ক্রিকেটার। গত সোমবারই এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিসিাই। ১৭ সদস্যের দল ঘোষণা হয়েছে ভারতীয় দলের। এখন শুধুই তাদের মাঠে নামার অপেক্ষায় রয়েছে।
আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপে যাত্রা শুরু করছে ভারতীয় দল
টিম সাউদির মতে বিশ্বকাপের আগে প্রতিটি দলেরই প্রয়োজন রয়েছে ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশী ম্যাচ খেলা। সেইসঙ্গে টিম কম্বিনেশন তৈরি করাটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানেই ভারতের সামনে এই এশিয়া কাপের মঞ্চ তাদের অনেক বেশী সাহায্য করবে বলে মনে করছেন টিম সাউদি। তাঁর মতে এই প্রতিযোগিতায় নামার ফলে ভারতীয় দল অনেকটাই অ্যাডভান্টেজে থাকবে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলেরও যে লক্ষ্যটা সেটাই তাও বলার অপেক্ষা রাখে না। আগামী ২৩ অগস্ট থেকে ভারতীয় দলেরও এশিয়া কাপের প্রস্তুতি হয়ে যাবে।
টিম সাউদির মতে, আমার মনে হয় বিশ্বকাপের মঞ্চে যাওয়ার আগে যতটা সম্ভব একসঙ্গে বেশী ম্যাচ খেলা যায় সেটাই সবচেয়ে বেশী সাহায্য করবে। সেখানেই মনে হয় সামনেই রয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে এই থেকে ভাল মঞ্চ আর কিছুই হওয়া সম্ভব নয়। আমার মনে হচ্ছে আসন্ন বিশ্বকাপের আগে এশিয়া কাপের এই মঞ্চ ভারতীয় দলের প্রস্তুতির জন্য সবচেয়ে ভাল একটা জায়গা হতে চলেছে।
একইসঙ্গে ভারতীয় দলের ব্যাটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছেন টিম সাউদি। তাঁর মতে বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা খেলার প্রস্তুতি যাথাসাধ্য নিতে চলেছে। বিশ্বকাপের মঞ্চে এমন অনেক বাঁহাতি বোলারই রয়েছে, সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।