আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হতে পারে বেশ কিছু ক্রিকেটারের, ইঙ্গিত হার্দিক পান্ডিয়ার

Hadrik Pandya
Hadrik Pandya . (Photo by Francois Nel/Getty Images)

আর মাত্র ২৪ ঘন্টা বাকি, এরপরই আয়ারল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। নতুন দলের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত ভারতীয় দল। আইরিশদের বিরুদ্ধে এই ভারতীয় দলে এবার তারুণ্যের আধিক্য। আর সেই কারণেই সিরিজ শুরুর আগে থেকেই নতুন কোন কোন মুখের ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয় তা নিয়ে ছিল গুঞ্জন। নাম না বললেও, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে যে বেশ কয়েকজন ক্রিকেটারের অভিষেক হতে পারে, তার ইঙ্গিত হার্দিকের গলায়।

রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। নতুন অধিনায়ক, একইসঙ্গে দলের দায়িত্বে নতুন কোচও। আইরিশদের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়াদের কোচিং দেবেন ভিভিএস লক্ষ্মণ। ডাবলিনে পৌঁছনোর পর থেকেই সেই কাজও শুরু করে দিয়েছেন তিনি। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে।

দক্ষিণ আফ্রিকা সিরিজেই ভারতীয় দলে এবার জায়গা করে নিয়েছিল একঝাঁক তরুণ ক্রিকেটার। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে অভিষেক করার সুযোগ পায়নি তারা। চার ম্যাচেই দল অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। এবার সামনে আয়ারল্যান্ড সিরিজ। সবকিছু ঠিকঠাক চললে বেশকিছু নতুন ক্রিকেটারদের মুখ ভারতীয় দলের জার্সিতে দেখা যেতেই পারে। তবে এই সিরিজে কাদের ভাগ্য খুলবে তা নিয়ে এখনই কোনওরকম ইঙ্গিত দেননি হার্দিক পান্ডিয়া। তবে এই সিরিজে যে বেশ কিছু ক্রিকেটারের অভিষেক হবে তা বেশ স্পষ্ট।

উমরান, অর্শদীপের সঙ্গে এই সিরিজে প্রথমবার ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠিও

ম্যাচের ২৪ ঘন্টা আগে সাংবাদিক সম্মেলনে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “আমরা অবশ্যই এই সিরিজে বেশকিছু নতুন ক্রিকেটারদের সুযোগ করে দিতে চাই। একইসঙ্গে সেরা একাদশটাই নামানোর লক্ষ্য রয়েছে আমাদের। পরিস্থিতি অনুযায়ী বেশকিছু ক্রিকেটারের মাথাতেই উঠতে পারে অভিষেক ক্যাপ। কিন্তু আমাদের লক্ষ্য সেরা দলটাই মাঠে নামানো”।

আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজেই ভারতীয় দলে সুযোগ করে নিয়েছিলেন উমরান মালিক, অর্শদীপ সিংরা। কিন্তু সেই সিরিজে তাদের খেলার সুযোগ হয়নি। আয়ারল্যান্ড সফরেও এই দুই নতুন ক্রিকেটারকে দলের সঙ্গে রাখা হয়েছে। শোনাযাচ্ছে এই সিরিজে তাদের অভিষেকও হতে পারে। ভারতীয় দলের নিয়মিত বোলাররা এই মুহূর্তে রয়েছেন ইংল্যান্ডে। সেই জায়গায় তাদের সুযোগ হতে পারে। একইসঙ্গে আয়ারল্যান্ড সফরেই প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠিও।

তাঁর সুযোগ পাওয়ার পর থেকেই, রাহুল ত্রিপাঠিকে উচ্ছ্বাসের সুর শোনা গিয়েছে সকলের মুখে। অন্যান্য প্রাক্তনদের মতো শুক্রবার রবি শাস্ত্রীও রাহুল ত্রিপাঠির অভিষেক নিয়ে মুখ খুলেছিলেন। যদিও শেষপর্যন্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আয়ারল্যান্ডের মাটিতে কোন কোন নতুন ক্রিকেটারের মাথায় অভিষেক ক্যাপ ওঠে সেটাই এখন দেখার।