আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম টি-২০ ম্যাচে জাসপ্রীত বুমরাহের কামব্যাক করা নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter)

১৮ই আগস্ট, শনিবার, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম টি-২০ ম্যাচে কামব্যাক করেছেন জসপ্রীত বুমরাহ। তিনি চোটের কারণে ১১ মাস মাঠের বাইরে ছিলেন। চলতি সিরিজে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জসপ্রীত বুমরাহের পারফরম্যান্স দেখে খুশি হয়েছেন। তিনি মনে করছেন যে এই অভিজ্ঞ পেসার তার কামব্যাক ম্যাচে সমস্ত বাক্সে টিক দিয়েছেন।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিতে প্ৰথম ওভারে বল করতে এসে দুটি উইকেট শিকার করেন জসপ্রীত বুমরাহ। তিনি ওভারের দ্বিতীয় বলে অ্যান্ড্রু বলবির্নিকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এরপর ওভারের পঞ্চম বলে তিনি লোরকান টাকারকে আউট করেন। শেষমেশ ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তিনি। তার এই স্পেলে ছিল ১৬টি ডট বল। এই ম্যাচে তিনি ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন। জসপ্রীত বুমরাহের এই সুন্দর পারফরম্যান্সের হাত ধরে আয়ারল্যান্ডকে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রানে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছিল ভারতীয় দল।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া ম্যাচের প্ৰথম ওভারে জসপ্রীত বুমরাহের দুই উইকেট নেওয়ার কথা উল্লেখ করেছেন। বুমরাহের পারফরম্যান্স তার মুখে হাসি ফুটিয়েছিল বলে জানিয়েছেন তিনি।

আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “বুম বুম – প্রথম ওভারে দুটি উইকেট। তার পারফরম্যান্স দেখে নিশ্চয়ই আপনার মুখে হাসি ফুটেছিল, আমার ক্ষেত্রে এটাই হয়েছিল। আপনি জসপ্রীত বুমরাহের কাছ থেকে কী চান? আপনি উচ্চ গতি, তীব্রতা, নির্ভুলতা এবং সবকিছু ঠিকঠাক চেয়েছিলেন। তাকে বল হাতে বেশ ভালো দেখাচ্ছিল।”

তিনি আরও বলেন, “ভারত জিতেছে এবং ভারতের জয়ের চেয়েও ভালো ছিল বুমরাহের প্রত্যাবর্তন এবং আমার কাছে ম্যাচসেরা হলেন জসপ্রীত বুমরাহ। তিনি প্রথম ওভারে একটি আশ্চর্যজনক কাজ করেছিলেন। আমি বলেছিলাম বুমরাহ তার প্রথম ওভারে একটি উইকেট নেবে। বুমরাহ প্ৰথম ওভারে উইকেট তুলে নিলেন, একটি নয় দুটি উইকেট। আপনি অসাধারণ খেলেছেন জসপ্রীত বুমরাহ।”

“তিনি খুব ভালো বোলিং করেছেন” – আকাশ চোপড়া

প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া জসপ্রীত বুমরাহের অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন। তার মতে বুমরাহ বোলারদের খুব ভালোভাবে ব্যবহার করেছিলেন।

আকাশ চোপড়া বলেন, “বুমরাহ দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে ছিলেন কিন্তু এখনও তার আত্মবিশ্বাস আছে, তিনি খুব, খুব ভালো একজন খেলোয়াড়। তিনি খুব ভালো বোলিং করেছেন এবং আমি বলব তিনি ভালো অধিনায়কত্বও করেছেন। তিনি তার বোলারদের খুব ভালোভাবে কাজে লাগিয়েছিলেন, যদিও শেষে কিছু অতিরিক্ত রান হয়ে গিয়েছিল।”